খেলাটি২০ বিশ্বকাপ

বেটিং নিয়ে সক্রিয় পুলিশ, উজ্জয়িনী থেকে গ্রেফতার মূল মাস্টারমাইন্ড

Police active in betting, main mastermind arrested from Ujjain

The Truth Of Bengal :  চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। মাঝে এবার মধ্যপ্রদেশের উজ্জয়নে টি-টোয়েন্টি বিশ্বকাপের দুর্নীতি নিয়ে তথ্য সামনে এনেছে পুলিশ। যেখানে ১৫ কোটি টাকার বাজি ধরার কেলেঙ্কারি প্রকাশ করেছে পুলিশ। পুলিশের তরফ থেকে যে তথ্য সামনে এসেছে সেখানে সাতটি দেশের ডলার, দিরহাম এবং পাউন্ডের মতো মুদ্রা ও রয়েছে। এই বেটিং কান্ডে ধরা পড়েছেন এক অভিযুক্ত যার নাম পিযীষ চোপড়া। ইতিমধ্যে উজ্জয়ন পুলিশের তরফ থেকে পাঞ্জাব রাজস্থান মধ্যপ্রদেশ থেকে মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার মূল মাস্টারমাইন্ড হিসেবে পিযীস চোপড়ার নাম উঠে এসেছে। ইন্সপেক্টর জেনারেল কুমার সিং এর বিষয়ে বলেন, অভিযুক্তরা সকলেই ড্রিমস কলোনিতে চোপড়ার বাড়ি থেকে এই বাজির কারবার চালাত। বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে টি-টোয়েন্টি ম্যাচের সঙ্গে মিল রেখে পুলিশ সেখানে অভিযান চালায়।

প্রধান অভিযুক্ত ছাড়াও অন্যদের চিহ্নিত করা হয়েছে জসপ্রিত সিং, রোহিত সিং, গুরপ্রীত সিং, ময়ুর জৈন, আকাশ মাসিহি, চেতন নেগি, হরিশ তেলি এবং গৌরব জৈন।

 

 

Related Articles