
The Truth Of Bengal : পূর্বস্থলীতে আক্রান্ত তিন বিদ্যুৎ কর্মী। পূর্বস্থলীতে বিদ্যুৎ কর্মীদের মারধরের ঘটনায় আটক এক। পূর্বস্থলী ২ নং ব্লকের উখড়ায় ট্রান্সফরমার সারাতে যায় বিদ্যুৎ কর্মীরা। তখনই স্থানীয়রা বিদ্যুৎ কর্মীদের বেধড়ক মারধর করে। ভোল্টেজ কমে যাওয়ার খবর পেয়ে সেখানে যায় বিদ্যুৎ দফতরের কর্মীরা।
ট্রান্সফরমার সারাই এর কাজ যে হাত লাগাতে গেলে, তাদের উপর চলে হামলা। আটকে রাখা হয় গাড়ি, চলে অকথ্য ভাষায় গালিগালাজ। এরপর পুলিশের খবর দেন আক্রান্ত কর্মীরা। ঘটনাস্থলে আসে পুলিশ, তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আক্রান্ত ওই ৩ বিদ্যুৎ কর্মী হলেন বাপ্পা পাল, বিকাশ দাস এবং রতন রায়। হামলার ঘটনায় এক বিদ্যুৎ কর্মীর কানের পর্দা ফেটে যায়। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ওই যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দীর্ঘদিন ধরে ভোল্টেজ কম থাকার অভিযোগ তুলেছিল স্থানীয়রা। এই সমস্যা মেটাতেই সেখানে যান বিদ্যুৎ দফতরের কর্মীরা।