জম্মুর হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড! চাঞ্চল্য এলাকায়
A terrible fire in Jammu hotel! In the sensational area

The Truth Of Bengal : ফের এক ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাটি ঘটেছে জম্মু ও শ্রীনগর হাইওয়ের কাছে একটি হোটেলে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই হোটেল সংলগ্ন গোটা এলাকায়।
জানা যায়, বৃহস্পতিবার সকালে আচমকাই হোটেলের একটি ঘর থেকে ধোঁয়া বেরতে দেখে স্থানীয়রা। এরপর তারা বাকিদের খবর দেয় ঘটনাস্থলে উপস্থিত হওয়ার জন্য। প্রথমে তারা নিজেরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু দীর্ঘ প্রচেষ্টার পরেও আগুন নিয়ন্ত্রণের না আসায় অবশেষে দমকলে খবর দেন এলাকাবাসীরা। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের একটি ইঞ্জিন। দমকল বাহিনী পৌছেই প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন।
এরপর দীর্ঘক্ষণের প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল কর্মীরা। তবে এখনো পর্যন্ত হতাহতের কোন খবর মেলেনি। তবে কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটলো? এটি কি শুধুমাত্র একটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে রয়েছে অন্য কোন রহস্য তার তদন্ত ইতিমধ্যেই শুরু করে দিয়েছে পুলিশ।