দিল্লিতে অভিষেক-অখিলেশ বৈঠক, ইন্ডিয়া জোটে তরুণ মুখের প্রভাব বাড়ছে
Abhishek-Akhile meeting in Delhi

The Truth of Bengal: বিরোধী হিসেবে রণকৌশল ঠিক করতে বুধবার দিল্লিতে বৈঠকে বসেছিল ইন্ডিয়া জোট। তৃণমূলের প্রতিনিধি হিসেবে বৈঠকে হাজির ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জোটের বৈঠকের পরদিনও দিল্লিতে সক্রিয় ভূমিকায় দেখা গেল তৃণমূলের সেকেন্ড ইন্ড কমান্ডকে। বৃহস্পতিবার সকালে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গে সাক্ষাৎ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দু’জনের ৪০ মিনিট কথা হয় বলে জানা যায়। তাবে সৌজন্য সাক্ষাৎ বলা হলেও দু’জনের মধ্যে কেন্দ্রীয় রাজনীতি নিয়ে কথা হয়েছে। তবে ঠিক কী নিয়ে কথা হয় তা জানা যায়নি।
Two individuals who have been instrumental in crushing the pride and arrogance of @BJP4India and PM @narendramodi – Shri @yadavakhilesh and Shri @abhishekaitc! pic.twitter.com/UNaVqtvkui
— All India Trinamool Congress (@AITCofficial) June 6, 2024
বৃহস্পতিবার সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে সঙ্গে নিয়ে অখিলেশের বাড়িতে যান। এদিন তিনি যখন অখিলেশের বাড়িতে পৌঁছন, তখন সপা প্রধগান নিজেই দরজার কাছে এগিয়ে এসে তাঁকে আপ্যায়ন করে ভেতরে নিয়ে যান। তারপর একান্তে কথা হয় দু’জনের মধ্যে। তবে কী নিয়ে আলোচনা হয় সে সম্পর্কে কেউ কিছু বলেননি। অখিলেশের সঙ্গে বৈঠকে শেষে অভিষেক অবশ্য জানান, সৌজন্য সাক্ষাৎ তাঁদের দু’জনের মধ্যে।
বিজেপিকে প্রতিহত করতে বাংলায় ঝাঁপিয়ে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, উত্তর প্রদেশে একই ভূমিকায় ছিলেন অখিলেশ যাদব। বিজেপির জয়রথ থামিয়ে দিয়ে ফের নিজের জমি শক্ত করেছেন অখিলেশ। এই দুই তরুণ রাজনীতিক এখন কেন্দ্রীয় রাজনীতিতে বিরাট গুরুত্ব পাচ্ছেন। ইন্ডিয়া জোটে অনেক আগে থেকে উল্লেখযোগ্য মুখ অভিষেক ও অখিলেশ। লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে এই দুই নেতার লড়াই দেখেছে গোটা দেশ। দু’জনেই নিজের নিজের রাজ্যে থামিয়ে দিয়েছে মোদি-শাহের জুটিকে। আগামীদিনে দিল্লির রাজনীতিতে তরুণ অভিষেক ও অখিলশে যাদব যে বিরাট প্রভাব ফেলতে চলেছেন, তা নিয়ে একপ্রকার নিশ্চিত রাজনৈতিক মহল।