“লকেটকে এক হাঁড়ি দই পাঠিয়ে দেব” মন্দিরে প্রণাম করে বললেন হুগলির জয়ী প্রার্থী রচনা
"I'll send a pot of curd to the locket," says Hooghly winning candidate Rachna as he bows at the temple.

The Truth Of Bengal : হুগলি : গতকালই ভোটে জয়লাভ করেছেন আজ চুঁচুড়ার ওলাইচন্ডী তলা মন্দিরে গিয়ে প্রণাম করলেন হুগলির নবনির্বাচিত সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।
রচনার শাশুড়ি প্রয়াত হয়েছেন কয়েক দিন আগে। তাই তিনি পুজো দিতে পারেননি। মন্দিরে ঠাকুর প্রণাম করেছেন।
রচনা বন্দ্যোপাধ্যায় কে হুগলির সাত লক্ষের বেশি মানুষ ভোট দিয়েছেন। যারা তাকে ভোট দেননি তারাও পাঁচ বছর পর তাকে ভোট দেবেন বলে আশাবাদী তিনি।
এবারে তৃণমূল কংগ্রেসের সেলেব প্রার্থীরা জয়ী হয়েছেন।জিতেছেন দেব, জুন, শতাব্দী, সায়নী এবং রচনা। রচনা বলেন, “সেলেট সাংসদরা কি কাজ করে এবার দেখুন।” তিনি নিজেও হুগলিবাসীর জন্য কাজ করবেন। ভোটের প্রচার পর্বে তাকে নিয়ে একাধিক মিম হয়েছিল সেই প্রসঙ্গে বলেন, “যারা আমাকে নিয়ে মিম করেছিল তাদের ধন্যবাদ। কারণ অনেক পাবলিসিটি হয়েছিল মিম করার জন্য।” আর সিঙ্গুরে দই নিয়েও মিম হয়েছিল তাই রচনা বলেন, “লকেটকে এক হাঁড়ি দই পাঠিয়ে দেব।”