মানিকতলা উপনির্বাচন মামলায় সুপ্রিম কোর্টে নির্ঘণ্ট জানালো কমিশন
The commission informed the Supreme Court in the Maniktala by-election case

The Truth Of Bengal: মানিকতলা উপনির্বাচন মামলায় সুপ্রিম কোর্টে নির্ঘণ্ট জানালো কমিশন।
মানিকতলা উপ নির্বাচন মামলায় নির্ঘন্ট জানালো জাতীয় নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টে বিচারপতি কেডি বিশ্বনাথের বেঞ্চে ছিল শুনানি। মুখ বন্ধ খামে সম্ভাব্য ভোটের দিন জানানো হয়েছে কোর্টে।
মানিকতলা উপনির্বাচন নিয়ে আদালতে মামলা হয়েছিল । মালিকতলার এক ভোটার হাইকোর্টে এই মামলা করেন । হাইকোর্টের মামলাকে চ্যালেঞ্জ জানিয়ে পরে সেই মামলা সুপ্রিম কোর্টে গড়ায়। নির্বাচন করানোর জন্য নির্বাচন কমিশনকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সোমবার সেই মামলার শুনানি ছিল।
নির্বাচন কমিশনের তরফ থেকে আইনজীবী জানিয়েছেন আগামী ৩১ শে মে মানিকতলা উপনির্বাচনের নির্ঘণ্টের কথা মুখবন্ধ খামে তারা সুপ্রিম কোর্ট কে জানিয়েছে। যত দ্রুত সম্ভব মানিকতলা উপনির্বাচনের নির্ঘণ্ট ও প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন ।