রাজ্যের খবর

জলাশয় বাঁচাতে আবারও পুকুর ভরাট রুখলেন তৃণমূল বিধায়ক

The Trinamool MLA once again stopped the filling of the pond to save the reservoir

The Truth of Bengal: জলাশয় বাঁচাতে আবারও পুকুর ভরাট রুখলেন তৃণমূল বিধায়ক অসিত  মজুমদার। চুঁচুড়া পুরসভার ২৮নম্বর ওয়ার্ডে পুকুর ভরাট রোখেন তিনি। সরকারি কোনও আধিকারিক এই সবুজ ধ্বংসের কাজে যুক্ত রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হবে বলে আশ্বস্ত করেছেন তিনি।পুলিশ প্রশাসন এই অবা়ঞ্চিত ভরাট রোখার বিরুদ্ধে নজরদারি বাড়াতে চায়।

বাস্তুতন্ত্রের জন্য জলাশয় রক্ষা করা জরুরি।পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য পুকুর বাঁচিয়ে রাখা দরকার। ফুসফুস ঠিক রাখতে প্রশাসন একথা বারবার প্রচার করেছে। উল্লেখ্য,জনপদের নিকাশি শোধনে জলাভূমি অসামান্য ভূমিকা পালন করে।  আসলে জলাভূমি  নগরীর বৃক্কের মতো।একইসঙ্গ এই ধরনের জলাশয়গুলি স্থানীয় বাসিন্দাদের জীবিকা নির্বাহে সাহায্য করে জলাভূমিতে ভেড়ি তৈরি করে শুধু যে মাছ চাষ হয়, তা-ই নয়। জলাভূমির জল নিয়ে  নানা নিত্যদিনের কাজও হয়। তবুও কিছু অবোধ মানুষ প্রশাসনের চোখের আড়ালে অবাধে পুকুর ভরাটের দুঃসাহস দেখায়।সেরকমই একটি ঘটনা দেখা যায়, হুগলির জেলা শহর চুঁচুড়ার ২৮ নম্বর  ওয়ার্ডে।খবর পেয়ে বসে থাকেননি তৃণমূল কংগ্রেস বিধায়ক অসিত মজুমদার। তিনি সাফ জানিয়ে দেন.যাঁরা এই ধরণের বেআইনি কাজ করছেন তাঁদের ছাড়া হবে না।পুকুর বাঁচাতে তিনি তত্পর ভূমিকা বজায় রাখবেন বলেও পরিষ্কার করে দেন।

২৮ নম্বর ওয়ার্ডের জোড়া পুকুর ধার এলাকায় একটি জলাশয়ের উপর নির্মাণকাজ  চলাকালীন সেখানে গিয়ে কাজে বাধা দেন বিধায়ক অসিত মজুমদার। বিধায়ক আরও বলেন কোন জায়গাতেই জলাশয় বন্ধ করে কোনোমতে কোনোরকম কাজ হতে পারে না। বিধায়ক জানান ৪ তারিখে ভোট গননা মিটলে প্রশাসনিক ভাবে তদন্ত করে যেটা নায্য সেটাই হবে। ASIT প্রশাসনিক তদন্তের পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পথেই হাঁটতে চান জনপ্রতিনিধিও।

Related Articles