বিজেপিতে গৃহ যুদ্ধ বাড়ছে, টাকার বাঁটোয়ারা নিয়ে অশান্তি
Civil war is on the rise in BJP, unrest over money distribution

The Truth of Bengal: বোলপুরের পর মুরারই। বিজেপির বুথের টাকা বাঁটোয়ারা নিয়ে প্রকাশ্যে এল বিদ্রোহ। মুরারইয়ের বিজেপির পার্টি অফিসে দুই শিবিরের হাতাহাতি চরম আকার নেয়। বিক্ষুব্ধদের অভিযোগ,ক্ষমতাসীন গোষ্ঠী ভোটের খরচের নামে মেলা টাকা লোপাট করে দিয়েছে। লোকসভা নির্বাচনে টাকা ছড়িয়ে ভোট করানোর অভিযোগ তুলে বিজেপিকে বিঁধেছে তৃণমূল কংগ্রেস।
বিজেপি আছে বিজেপিতেই। ভোটের মাঝে উস্কানিমূলক মন্তব্য,হাতাহাতি,বিবাদের জন্য বঙ্গ বিজেপি বারবার সংবাদ শিরোনামে উঠে আসছে।কয়েকদিন আগে বোলপুরে বিজেপির পার্টি অফিসে তুলকালাম বাঁধে। টাকার ভাগ বাঁটোয়ারা নিয়ে যুযুধান শিবির তুলকালাম বাঁধায়। বিদ্রোহীরা নিশানা করেন বিজেপি প্রার্থী প্রিয়া সাহাও বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি সন্ন্যাসীচরণ মণ্ডলকে। সেই বিক্ষোভের আঁচ নিভতে না নিভতেই আবারও বিক্ষোভে উত্তাল বীরভূমের মুরারই। বোলপুর লোকসভা কেন্দ্রের মতোই বীরভূম লোকসভা কেন্দ্রেও একইরকম অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গেছে। বিবদমান গোষ্ঠী পরস্পরের বিরুদ্ধে টাকা হাতিয়ে নেওয়ার কথা তুলে ধরে আসলে গেরুয়া শিবিরের মানিপাওয়ারের খেলার পর্দা ফাঁস করছে।
বঙ্গ বিজেপির অন্দরে ডামাডোল বেড়েই চলেছে। ভোটের আগের ঠাণ্ডাযুদ্ধ এখন বিস্ফোরক আকার নিচ্ছে। বিক্ষুব্ধদের প্রশ্ন, দিল্লি থেকে কাড়ি কাড়ি টাকা এলেও কেন বুথের কর্মীদের টাকা দেওয়া হচ্ছে না ? কেন ভোটের জন্য অর্থের সমান বাঁটোয়ারা হবে না ? এরমধ্যে,খড়্গপুর সহ একাধিক জায়গায় উদ্ধার হয়েছে কাড়ি কাড়ি টাকা।সেই টাকা বাইরে থেকে এলেও তা জেলা সভাপতিও মণ্ডল সভাপতিরা নেপোর মতো দই খেয়ে নিচ্ছে বলে সরব বিদ্রোহীরা। এই অভিযোগ তুলে বিজেপির দলীয় কর্মী সমর্থকরাই বিক্ষোভ দেখান।ক্ষুব্ধ গেরুয়া সমর্থকরা বিজেপি নেতাদের বের করে দেওয়া হয়।এমনকি মারধর করা হয় বলেও অভিযোগ।
তৃণমূল কংগ্রেস বলছে, ৪জুন ভোটের ফল বেরোনোর পর এই ধরণের বিদ্রোহ ভোটের পর চরম আকার নেবে।গৃহযুদ্ধ জানান দিচ্ছে,গেরুয়া শিবিরের মুষলপর্ব শুরু হয়ে গেছে। এই বিদ্রোহ আর পরস্পরকে নিশানা করার এই রাজনৈতিক ডামাডোল বাড়ায় আসলে বঙ্গে বিজেপি ক্রমশ দুর্বল হয়ে পড়ছে বলে জেলার রাজনৈতিক মহলও মনে করছে।