বিনোদন

Panchayat Season 3: ‘পঞ্চায়েত’ তরজায় ‘প্রধান জি’ 

Panchayat Season 3: New Controversy begins related 'Pradhan Ji'

The Truth Of Bengal: আর মাত্র কিছু সময়, ২৮ মে বহু প্রতীক্ষিত ‘পঞ্চায়েত’ ওয়েব সিরিজের তৃতীয় সিজন আসতে চলেছে। যে সিরিজের অপেক্ষায় কোটি কোটি ভক্ত। বিশেষ করে ট্রেলার প্রকাশের পর থেকেই ফুলেরা গ্রামের টানাপোড়েন নিয়ে উত্তেজনা চরমে উঠেছে।সেই উত্তেজনাকে আরও উস্কে দিল প্রাইম ভিডিও। প্রধান জি আর ভূষণের মধ্যেকার এবার দ্বৈরথ সোশ্যাল মিডিয়ায় যাকে বলে রোস্ট করা। কেউ কাউকে এক চুল জমিও ছাড়তে নারাজ।

ফুলেরার গল্প নিয়ে ফিরছে ‘পঞ্চায়েত’ সঙ্গে ফিরছেন ‘অভিষেক স্যার’। ২০২০ সালের এপ্রিল মাস থেকে প্রাইমে দেখা যাচ্ছে ‘পঞ্চায়েত’। ফুলেরা গ্রাম ও তার ‘সচিবজি’র প্রেমে পড়ে যান অনুরাগীরা। গল্পের সারল্য  হন মুগ্ধ। সেক্রেটারি হোক বা প্রধান জি, সহ সিরিজের সাপোর্টিং চরিত্ররাও দর্শকদেরকে বুঁদ করে রেখেছিল। এই সিরিজটি টানা দুই সিজন ধরে ওটিটিতে জনপ্রিয়তার টপ রয়েছে।দর্শকরা দ্বিতীয় সিজেনের পর এই সিরিজের তৃতীয় সিজনের অধীর আগ্রহে অপেক্ষা করছিল।

জিতেন্দ্র কুমার, নীনা গুপ্তা, রঘুবীর যাদব, সানভিকা এবং আরও অনেক তারকা অভিনীত এই শোটি প্রাইম ভিডিয়োতে মুক্তি পেতে চলেছে ২৮ শে মে। সিরিজটি পরিচালনা করেছেন দীপক মিশ্র, লিখেছেন চন্দন কুমার। আগের দুটি সিজনের মতোই পঞ্চায়েত থ্রি-তেও আটটি পর্ব থাকবে। এক-একটি পর্ব ২০ থেকে ৪৫ মিনিট দীর্ঘ হবে। তাহলে আর দেরি কীসের? কয়েকদিনের অপেক্ষা ফুলেরা গ্রামে যেতে।

Related Articles