মসনদের লড়াই

আজ দমদম লোকসভায় জোড়া সভা মমতার

Mamata's double meeting in Dum Dum Lok Sabha today

The Truth Of Bengal : চলছে লোকসভা নির্বাচনের মরশুম। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় শুরু হয়ে গিয়েছে নির্বাচনী প্রক্রিয়া। তবে বেশ কিছু জেলায় এখনো নির্বাচন প্রক্রিয়া বাকি রয়েছে যার কারণে এখনো নির্বাচনী প্রচারে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নেত্রীরা।

তবে এবার শেষ দফার ভোটের প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দমদম লোকসভায় তাঁর দু’টি পৃথক জনসভা রয়েছে। দমদমে তৃণমূলের প্রার্থী হল সৌগত রায়। মমতার প্রথম সভাটি হবে খড়দহের বিবেকানন্দ ময়দানে। আর দ্বিতীয় সভাটি রয়েছে সূর্য সেন মাঠে। এই কেন্দ্রে সৌগতের বিরুদ্ধে লড়ছেন বিজেপির শীলভদ্র দত্ত এবং সিপিএমের সুজন চক্রবর্তী।

Related Articles