বিনোদন
Trending

Salman Khan : মা’কে কষ্ট না দিয়ে ভোট দিন, ভারতমাতার উদ্দেশ্যে কী বলতে চাইলেন সলমান?

Salman Khan: What is Salman's message during the election season?

The Truth Of Bengal : চলছে লোকসভা নির্বাচনের মরশুম। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় শুরু হয়ে গিয়েছে নির্বাচনী প্রক্রিয়া। তবে বেশ কিছু জেলায় এখনো নির্বাচন বাকি রয়েছে যার কারণে এখনো নির্বাচনী প্রচারে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নেত্রীরা। শুধুমাত্র যে রাজনৈতিক নেতা-নেত্রীরা ভোট দিতে উৎসাহিত করছেন তা নয় বলিউডের সেলিব্রিটিরাও ভোটাধিকার প্রয়োগ করতে উৎসাহিত করছেন সাধারণ মানুষদের। সালমান খান ২০ মে মহারাষ্ট্রে ভোটের পঞ্চম দফার আগে একটি টুইট করেছেন। অভিনেতা তার এক্স হ্যান্ডেলে তার অনুরাগীদের ভোট দেওয়ার জন্য অনুরোধ করেছেন।

সালমান তার এক্স হ্যান্ডেলে লেখেন, ” আমি বছরে 365 দিন ব্যায়াম করি এবং যাই হোক না কেন আমি 20 মে আমার ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছি। তাই আপনি যা করতে চান করুন, কিন্তু ভোট দিন। আপনার ভারত মাতাকে কষ্ট দেবেন না.. ভারত মাতা কি জয়।”

প্রসঙ্গত, শুধুমাত্র যে সলমান খান সাধারণ মানুষকে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করেছেন তা নয়। এর আগেও বহু সেলিব্রিটি সাধারণ মানুষকে ভোট দেওয়ার জন্য উদবুদ্ধ করেছেন। আর এবার করণ জোহার থেকে  সিদ্ধার্থ মালহোত্রা আবার রণবীর কাপুরের মত বলিউডের বেশ কয়েকজন সেলিব্রিটি। করণ তাঁর সোশ্যাল মিডিয়াতেও এমনই একটি পোস্ট করেছেন, যেখানে তিনিও লোকসভা নির্বাচনে ভোট দিতে সাধারণকে উৎসাহিত করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Karan Johar (@karanjohar)

Related Articles