রাজ্যের খবর

Big Breaking : পুরুলিয়া রাজ্য সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ৫, আহত একাধিক

Big Breaking: 5 dead, many injured in a terrible road accident on Purulia state highway

The Truth Of Bengal : ভয়াবহ দুর্ঘটনায় নিতুরিয়া থানার অন্তর্গত পুরুলিয়া বরাকর রাজ্য সড়কে মৃত ৫, আহত একাধিক।

পুলিশ সূত্রে খবর শুক্রবার রাত্রে একটি লরি নিতুরিয়া থানার অন্তর্গত সড়বড়ি থেকে ভামুরিয়া মোড়ের দিকে আসার পথে পুরুলিয়া বরাকর রাজ্য সড়কে একাধিক মানুষকে ধাক্কা মারে। এই দুর্ঘটনার জেরে মৃত্যু হয় নিতুরিয়া থানা এলাকার বাসিন্দা ৫ জনের যার মধ্যে ৩ জন মহিলা ২ জন পুরুষ। আহত হয় একাধিক জন। পুরুলিয়া বরাকর রাজ্য থেকে থেকে দুর্ঘটনা গ্রস্থ মোট পাঁচজনকে নেতুড়িয়া থানার পুলিশ নেতুরিয়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করে।

ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায় জনতা এলাকাবাসী প্রায় দু’ঘণ্টাপ্রায় দু ঘন্টা পুরুলিয়া বরাকর রাজ্য সড়ক অবরোধ করে রাখে, পরিস্থিতি সামাল দিতে পুরুলিয়া জেলা অতিরিক্ত জেলা পুলিশ সুপার সহ রঘুনাথপুর সাঁতুড়ি ও নেতুরিয়া থানার বিশাল সংখ্যক পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতির সামাল দেয়। মৃতদেহগুলি এবং মৃতদেহ গুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানায় পুলিশ।

Related Articles