বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে রবীন্দ্রভূমি শান্তিনিকেতনে পালন কবিগুরুর জন্মদিন
Kabiguru's birthday is celebrated at Rabindrabhumi Santiniketan through various events

The Truth Of Bengal : ১২৬৮ বঙ্গাব্দের ২৫ শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা সারদা দেবীর কোল আলো করে ভূমিষ্ঠ হন আজ বুধবার তাঁর ১৬৩ তম জন্মবার্ষিকী। এই জন্মজয়ন্তী উপলক্ষে জোড়াসাঁকোতে যেমন নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়, ঠিক তেমনই তাঁর জন্মজয়ন্তীর আলাদাভাবে তাৎপর্য রয়েছে শান্তিনিকেতনও।
প্রতিবছর শান্তিনিকেতনের বিশ্বভারতীতে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী ধুমধাম করে পালন করা হয়ে থাকে। এই বছরও তাঁর এই জন্মতিথিকে কেন্দ্র করে রীতি মেনে নানান অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। কবিগুরুর জন্মজয়ন্তী উপলক্ষে সোমবার ভোর ৫ টায় গৌড় প্রাঙ্গণে হয় বৈতালিক। এরপর সকাল ৬ টায় রবীন্দ্রভবনে হয় কবিকণ্ঠ। সকাল ৭ টায় উপাসনাগৃহে হয় উপাসনা। এর পাশাপাশি সকাল ৮ টায় মিনিটে মাধবীবিতানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মোৎসব অনুষ্ঠান আয়োজিত হয়। এছাড়াও সন্ধ্যা সাড়ে ছয়টায় গৌড় প্রাঙ্গণে রয়েছে নৃত্যনাট্য।