দেশ

নিট পরীক্ষাতেও জালিয়াতি? পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়ল ভুয়ো পরীক্ষার্থী

Cheating in NET exam? A fake candidate was caught while giving the exam

The Truth of Bengal: নাম ছিল অন্য একজনের কিন্তু পরীক্ষা দিলেন অন্য একজন। অবাক করার মত এই ঘটনা ঘটেছে রাজস্থানের ভরতপুরে। রবিবার দেশ জুড়ে ছিল ডাক্তারি পরীক্ষা নিট। সেই পরীক্ষাতেই এমন ভুয়ো পরীক্ষার্থীর অভিযোগ উঠেছে। ঘটনায় পুলিশ ওই পরীক্ষার্থী সহ ৬ জনকে আটক করেছে। ঘটনার তদন্ত করে পুলিশ জানতে পারে ঘটনায় নকল ওই পরীক্ষার্থী ভগতপুরের সরকারি কলেজের এমবিবিএস এর ছাত্র। তাঁর নাম অভিষেক গুপ্ত।

যার পরিবর্তে এই পড়ুয়া পরীক্ষা দিতে বসে তাঁর নাম রাহুল গুর্জর। পুলিশ জানিয়েছে এই চক্রের পিছনে মূল অভিযুক্ত হল রবি মীনা। এই চক্রের মেন মাস্টার মাইন্ড সে। রবি মীনা টাকা নেই লক্ষাধিক টাকা নেই রাহুল গুর্জরের কাছ থেকে । এবং রাহুলকে  কে কথা দেয় ২০২৪ নেট পরীক্ষায় রাহুলের ছদ্মবেশে পরীক্ষায় বসবে অভিষেক। পরীক্ষা শুরু ও হয়ে গিয়েছিল। কিন্তু পরীক্ষা কেন্দ্রে থাকা পর্যবেক্ষকের চোখ এড়াতে পারেনি ওই পরীক্ষার্থী।

সন্দেহ হওয়ার পরেই পুলিশ কে খবর দেয় পরীক্ষা কেন্দ্রে থাকা পর্যবেক্ষক। তখন বেরিয়ে আসে আসল সত্য। পুলিশ প্রথমে অভিষেক কে আটক করে জিজ্ঞাসাবাদ চালায় এবং পরে অভিষেকের কাছ থেকে বাকি আরও ৫ জনের কথা জানতে পারে পুলিশ। ডাক্তারি পরীক্ষার মত এত গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়েও কি করে একজন ছদ্মবেশে পরীক্ষা কেন্দ্রে ঢুকে পরীক্ষা দিতে বসতে পারে তা নিয়ে উঠছে প্রশ্ন।

Related Articles