রাজ্যের খবর

সন্দেশখালি বুড়ি ছোঁয়া করলেও স্টিং অপারেশনের কথাই মুখে আনলেন না অমিত শাহ !

Amit Shah did not mention the sting operation even though he touched the old woman

The Truth of Bengal: সন্দেশখালি ইস্যুতে সুর নরম করলেন অমিত শাহ। বর্ধমান- দুর্গাপুর কেন্দ্রের দলীয় প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে মুখে আনেন সন্দেশখালির কথা।শাহ বলেন,  ‘সন্দেশখালিতে তৃণমূলের নেতারা ধর্মের ভিত্তিতে মা-বোনেদের  অত্যাচার করেছে। শাহজাহানের কথা বললেও স্টিং অপারেশনের কথা একবারও বলেননি তিনি।আসলে তিনি সচতুরভাবে এই ভাইরাল ভিডিয়ো নিয়ে এড়িয়ে যাচ্ছেন বলে পর্যবেক্ষকরা মনে করছেন।

বাংলার বিরুদ্ধে একাধিক কথা বললেও কেন সন্দেশখালির বিজেপির মণ্ডল সভাপতির স্বীকারোক্তি নিয়ে কেন অমিত শাহ অবস্থান স্পষ্ট করলেন না তাই নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতৃত্ব।তৃণমূলের কটাক্ষ মিথ্যাচার আর ফেক ভিডিয়োর কারবারীরা এখন মহিলাদের সম্ভ্রমহানি নিয়ে যে নিম্নমাণের রাজনীতি করছেন তা বাংলার মানুষ মুখের মতো জবাব দেবে।আসলে বিজেপি গুজরাটের   মতো এরাজ্যে প্ররোচনা আর বিভাজন ফেরি করে ভোটবাজার বাজিমাত করতে চাইছে বলেও সরব তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।

Related Articles