মসনদের লড়াইরাজনীতিরাজ্যের খবর

Lok Sabha Election 2024 : অনুব্রতহীন বীরভূমে মমতার সভা, তীব্র গরমে পানাগড়ে পদযাত্রা

Mamata's meeting in unobstructed Birbhum

The Truth of Bengal : লোকসভা নির্বাচন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আর তারইমধ্যে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সারা বাংলা জুড়ে প্রচারে সাড়া ফেলেছেন তৃণমূল সুপ্রিমো। মমতাকে মোকাবিলায় বাংলায় বিজেপিকে  আনতে হচ্ছে  দিল্লির নেতাদের।দিল্লিতে পরিবর্তনের সরকার প্রতিষ্ঠা করতে লাগাতার প্রচার করছেন তিনি।রবিবার  বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের দলীয় প্রার্থী কীর্তি আজাদের হয়ে প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।এই কেন্দ্রে কীর্তির বিরুদ্ধে লড়তে নেমেছেন দিলীপ ঘোষ।বিজেপি  প্রার্থীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেন  তার দিকে তাকিয়ে এই লোকসভা কেন্দ্রের মানুষ।এর পাশাপাশি তৃণমূল সুপ্রিমো  বীরভূম কেন্দ্রে  দলীয় প্রার্থী শতাব্দী রায়ের হয়ে সভা করবেন ।

তাঁর তৃতীয় সভাটি হবে বোলপুরের তৃণমূল প্রার্থী অসিত মালের সমর্থনে।   প্রতিটি সভায় মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ-এনআরসি থেকে মূল্যবৃদ্ধি,মোদির গ্যারান্টি থেকে বিজেপির আচ্ছেদিনের স্বপ্ন ফেরি সবকিছুকেই নিশানা করছেন বিজেপি বিরোধী শিবিরের নেত্রী।তাই রবিবাসরীয় প্রচার ঘিরে ঘাসফুল শিবিরে সাজো সাজো রব।পানাগড়ের মতোই লাভপুরেও তত্পরতা লক্ষ্যণীয়। বিধায়ক অভিজিত্ সিংহ জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় লাভপুরের মাটিতে পা রাখতে চলেছেন, লাভপুরবাসী এতে অত্যন্ত খুশি। তীব্র গরমে চললেও মুখ্যমন্ত্রীর জনসভায়  জনপ্লাবন দেখা যাবে।

Related Articles