৮ ই মে তৃণমূল সুপ্রিমোর জনসভার আগে নিশ্ছিদ্র নিরাপত্তার বলয়ে আসানসোল
Asansol under tight security ahead of Trinamool supremo's public meeting on May 8

The Truth Of Bengal : সৌভিক গোস্বামী : আরামবাগ : লোকসভা ভোটের আগে ফের আরামবাগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা। মূলত হুগলীর তিন কেন্দ্রের পার্থীর সমর্থনে এই জনসভার আয়োজন।
জানা যায়, ৮ ই মে জনসভা করতে আসছেন আরামবাগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক প্রকার আরামবাগকে পাখির চোখ করেই এগোতে চলেছে তৃণমূল। সেই কারণেই কয়েক মাসের মধ্যেই দ্বিতীয় বার আরামবাগ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভার দিন যতই এগিয়ে আসছে, একদিকে যেমন জোর কদমে চলছে ভোট প্রচার অন্যদিকে একের পর এক জনসভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বেশ কয়েক মাস আগেও আরামবাগে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে আবারও আসছেন তিনি।
তারই প্রস্তুতিতে আজ তথা বৃহস্পতিবার সকালে মাঠ পরিদর্শনে আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূল চেয়ারম্যান তথা তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায়। পাশাপাশি উপস্থিত ছিলেন এসপি সহ আরামবাগ পুলিশ ও একাধিক তৃণমূল কর্মী।
আরামবাগের কালিপুর সংলগ্ন এলাকার একটি মাঠ-এ পরিদর্শন করেন।