Big Breaking : জল্পনার অবসান, রায়বরেলি থেকে লড়বেন রাহুল গান্ধী, আমেঠিতে কে?
Big Breaking : End of speculation, Rahul Gandhi will fight from Raebareli, who in Amethi?

The Truth Of Bengal : বিজেপি উত্তরপ্রদেশের রায়বেরেলি থেকে উত্তরপ্রদেশের মন্ত্রী দীনেশ প্রতাপ সিংকে তার প্রার্থী ঘোষণা করার কয়েক ঘন্টা পরে, কংগ্রেস এই আসন থেকে দলের প্রাক্তন প্রধান রাহুল গান্ধীকে প্রার্থী করল বলে জানা গেছে।
Congress releases another list of candidates for the upcoming #LokSabhaElections2024
Rahul Gandhi to contest from Raebareli and Kishori Lal Sharma from Amethi. pic.twitter.com/2w4QQcn9ok
— ANI (@ANI) May 3, 2024
অবশেষে জল্পনার অবসান। আমেঠি থেকে নয়, রাহুল গান্ধি প্রার্থী হচ্ছেন রায়বরেলি থেকে। শুক্রবার সকালে কংগ্রেসের তরফে এই ঘোষণা করা হয়েছে। রাহুল না লড়লেও তাঁর পুরনো কেন্দ্র আমেঠিতে প্রার্থী হচ্ছেন কিশোরীলাল শর্মা। যিনি গান্ধি পরিবারের অত্যন্ত আস্থাভাজন হিসেবে পরিচিত।
আগামী ২০ জুন পঞ্চম দফায় ভোট আমেঠি এবং রায়বরেলিতে। বিজেপি অনেক আগেই এই দুটি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করলে কংগ্রেস এতদিন এখানে প্রার্থী ঘোষণা করতে পারেনি। যা নিয়ে দলের মধ্যে অসন্তোষ তৈরি হয়। কয়েকদিন আগে আমেঠিতে দলীয় কর্মীরা বিক্ষোভ দেখিয়েছিলেন। তাঁদের দাবি ছিল, এখানে গান্ধি পরিবার থেকে কাউকে প্রার্থী হতে হবে। কংগ্রেসের নির্বাচন কমিটির তরফে গান্ধি পরিবারের রাহুল ও প্রিয়াঙ্কাকে বোঝানোর ভার দেওয়া হয়েছিল। শুক্রবারই ছিল এই দুই কেন্দ্রের জন্য প্রার্থীদের মনোনয়ন পেশের শেষ দিন।
আগের বার হেরে যাওয়া আমেঠিতে এবার আর প্রার্থী হলেন না রাহুল। বদলে তিনি লড়ছেন মা সোনিয়া গান্ধির ছেড়ে যাওয়া আসন রায়বরেলিতে। আমেঠিতে প্রার্থী হলেন কিশোরীলাল শর্মা। আজ মনোনয়ন পেশ করতে হবে রাহুল এবং কিশোরীলালকে। অমেঠি থেকে বিজেপি প্রার্থী করেছে বিদায়ী সাংসদ স্মৃতি ইরানিকে। রায়বরেলিতে প্রার্থী করেছে যোগী মন্ত্রিসভার মন্ত্রী দীনেশ প্রতাপ সিংহকে।