দেশ
Trending

বড় খবর : অমিত শাহের ডিপফেক ভিডিও মামলার অ্যাকশন, ঝাড়খণ্ড কংগ্রেসের অ্যাকাউন্ট বন্ধ করল X

Amit Shah deepfake video case action, Jharkhand Congress account closed X

The Truth Of Bengal : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করাকে কেন্দ্র করে সরগরম ঝাড়খণ্ডের রাজনীতি। বিজেপির তরফ থেকে দাবি করা হয় ওই ভিডিওটি বিকৃতভাবে পোস্ট করা হয়েছে। পুলিশের সাইবার শাখায় অভিযোগের পাশাপাশি ‘এক্স হ্যান্ডেল’ কর্তৃপক্ষকেও ওই ভিডিও বন্ধ করে দেওয়ার পাশাপাশি কংগ্রেসের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ারও দাবি তোলা হয়েছিল। বিজেপির সেই দাবিতেই শিলমোহর দিয়েছে এক্স হ্যান্ডেল কর্তৃপক্ষ। ঝাড়খন্ড কংগ্রেসের এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে। লোকসভা নির্বাচন যখন চলছে সেই সময় সোশ্যাল মিডিয়ায় একটি গুরুত্বপূর্ণ একাউন্ট বন্ধ হয়ে যাওয়ায় অনেকটাই বেকায়দায় ঝাড়খন্ড কংগ্রেস। সাইবার পুলিশ শাখা ঝাড়খন্ড কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধেও তদন্ত শুরু করেছে। ঝাড়খন্ড প্রদেশ কংগ্রেস সভাপতি কে তলব করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। দিল্লি সাইবার পুলিশ এই তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে। শুধু ঝাড়খন্ড প্রদেশ কংগ্রেস সভাপতি নয় মিডিয়া সেলের প্রধানকেও জিজ্ঞাসাবাদ করতে তলব করা হয়েছে। ঝাড়খন্ড কংগ্রেস সোশ্যাল মিডিয়া সেলের চেয়ারম্যান রাজেন্দ্র সিংকে এই বিষয়ে নোটিশ পাঠানো হয়।

কংগ্রেসের অভিযোগ, রাজনৈতিকভাবে পেরে না উঠে পেছনে দরজা দিয়ে কংগ্রেসকে বেকায়দায় ফেলতে উঠে পড়ে নেমেছে বিজেপি নেতৃত্ব। ঝাড়খন্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনকে গ্রেপ্তারের পর থেকেই ঝাড়খণ্ডে বিজেপি বিরোধী হওয়া বইছে। সেই হাওয়ায় উড়ে যেতে চলেছে বিজেপি। মন্তব্য ঝাড়খণ্ডের কংগ্রেস নেতা গজেন্দ্র সিং এর। ৩ মে শুক্রবার দিল্লি সাইবার পুলিশ গজেন্দ্র সিং কে জিজ্ঞাসাবাদ করতে চাই। পাশাপাশি যে সমান পাঠানো হয়েছিল তার জবাব চাওয়া হয়েছিল। অবশ্য কংগ্রেসের এই নেতা স্পষ্ট জানিয়ে দেন তাৎক্ষণিক জবাব দেওয়া সম্ভব নয়। এর আগে ঝাড়খন্ড প্রদেশ কংগ্রেস সভাপতি রাজেশ ঠাকুরকেও একই মামলায় তলব করা হয়।

একদিকে এক্স হ্যান্ডেল কর্তৃপক্ষ ঝাড়খন্ড প্রদেশ কংগ্রেসের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই ভিডিও পোস্ট নিয়ে পুলিশি তদন্ত – আক্রমণের মুখে ঝাড়খন্ড প্রদেশ কংগ্রেস। জানা গিয়েছে এই তদন্তে দিল্লী পুলিশের ইন্টেলিজেন্স ফিউশন অ্যান্ড স্ট্রাটেজিক অপারেশনস আই এফ এস ও কে তদন্তে যোগ দিতে বলা হয়েছে। এই ভিডিও পোস্ট নিয়ে আগেই কংগ্রেসকে নিশানা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বের বক্তব্য শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা বসতই এই তদন্ত করা হচ্ছে। ঝাড়খন্ড প্রদেশ কংগ্রেস সভাপতি জানিয়েছেন তাকে কেন নোটিশ পাঠানো হয়েছে তা তার বোধগম্য হচ্ছে না।

Related Articles