‘পরদেসি পরদেসি জানা নেহি…, দিলীপের গানে হাততালি মহিলাদের
'Pardesi Pardesi Jana Nehi..., women clap on Dileep's song

The Truth Of Bengal : দিলীপ আছেন দিলীপেই! বেফাঁস মন্তব্য, কু-কথা বলার পর সমালোচনা হলেও কোনও বদল নেই। এবার সেই দিলীপের মুখে শণা গেল হিন্দি গান। বর্ধমান শহরের বড়নীলপুর মোড়ে এদিন চা চক্রে যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানে তাঁকে গাইতে শোনা যায় হিন্দি গান। ‘রাজা হিন্দুস্তানি’ সিনেমার সেই বিখ্যাত গান ‘পরদেসি পরদেসি জানা নেহি/ মুঝে ছোড়কে মুঝে ছোড়কে’। দিলীপের গলায় এই গান শুনে হাততালি দিতে দেখা যায় সেখানে উপস্থিত মহিলাদের।
এদিন দিলীপের এই গানের লক্ষ্য ছিলেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। আগামী ১৩ মে ভোট হবে এই কেন্দ্রে। তারপর তৃণমূল প্রার্থীর জন্য দলের কর্মীদের গাইতে হবে ‘পরদেসি পরদেসি জানা নেহি/ মুঝে ছোড়কে মুঝে ছোড়কে’। আর সাধারণ মানুষ বলবে, ‘অতিথি তুম কব যাওগে’।
বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে দিলীপ ঘোষের প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। তিনি আদতে বিহারের বাসিন্দা। তাঁকে প্রথম থেকেই ‘বহিরাগত’ বলে তোপ দাগছে বিজেপি। এদিন গানের মাধ্যমে সেই ‘বহিরাগত’ কটাক্ষ করতে দেখা গেল দিলীপ ঘোষকে।
এদিন এখানেই দিলীপ বলেন, ‘১৩ তারিখের পর তৃণমূল নেতাদের গলায় ও কোমরে দড়ি পরাতে হবে পুলিশকে।‘ ‘চায়ে পে চর্চা’ অনুষ্ঠানে যোগ দিয়ে তৃণমূল নেতা পুলিশকে একহাত নেন দিলীপ। পুলিশকে আক্রমণ করে দিলীপ বলেন, ‘পুলিশের চোখে কি ন্যবা হয়েছে?