জনবহুল এলাকায় টহল দিচ্ছে গজরাজ! দেখুন সেই ছবি
Gajraj is patrolling populated areas! Look at that picture

The Truth Of Bengal : জলপাইগুড়ি : জনবহুল এলাকায় দেদার ঘুরে বেড়াচ্ছে হাতি। আর এই ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার অন্তর্গত ডুয়ার্সের মেটেলি ব্লকের উত্তর ধুপঝোড়া আজগর পাড়া সংলগ্ন এলাকায়।
সুত্রের খবর, রবিবার গভীর রাতে ডুয়ার্সের মেটেলি ব্লকের উত্তর ধুপঝোড়া আজগর পাড়া সংলগ্ন এলাকায় পানঝোরা জঙ্গল থেকে একটি হাতি বেরিয়ে আসে আজগর পাড়া সংলগ্ন এলাকায়। এরপর রাতভর হাতিটি জনবহুল এলাকায় দাপিয়ে বেড়ায়। তবে হাতিটি গ্রামের মানুষদের কোনোরকম কোন ক্ষয়ক্ষতি করেনি এমনটাই খবর।
জানা যায়, সোমবার ভোর নাগাদ হাতিটি উত্তর ধুপঝোরা আজগর পাড়া সংলগ্ন এলাকা হয়ে ফের পানঝোরা জঙ্গলে চলে যায়। উল্লেখ্য,মাঝেমধ্যেই ওই এলাকা হয়ে হাতি চলে আসে মঙ্গলবাড়ি বস্তি এলাকায়। এর আগেও উত্তর ধুপঝোরা, মঙ্গলবারি বস্তি এলাকায় হাতির হানায় বহু ঘরবাড়ি ভাঙার ঘটনা ঘটেছে।