বলিউডে অরির থেকে কেন এত দূরে থাকেন ভাইজান ?
Why is Bhaijan so far away from Auri in Bollywood?

The Truth Of Bengal : বলিউড’এ এখন অরি’র ব্যাপারটাই আলাদা। অনন্ত আম্বানির বিয়েতে কোটিপতি মিতা আম্বানি থেকে শুরু করে রিয়ানা সকলের সঙ্গেই নিজস্ব পোজে ছবি তুলতে দেখা গিয়েছিল তাকে। বাদ যায়নি কোনও অভিনেতাও, যার বুকে হাত রেখে সেই প্রতিকি ছবি অরি তোলেননি ! যদিও এখানে সবাইকে বলাটা একটু ভুল, কারণ একজনের থেকে শতহস্তে দূরে থাকাটাই শ্রেয় বলে মনে করছেন তিনি। সেই একজন আর কেউ নন, স্বয়ং ভাইজান।
১০ এপ্রিল অনন্ত আম্বানির জন্মদিন উপলক্ষে মুম্বাই থেকে জামনগরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন অরি ও সালমান। এদিন সালমানকে তার দেহরক্ষী শেরার সঙ্গেই দেখা যায় মুম্বাই বিমানবন্দরে। তাছাড়াও বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর এবং তার প্রেমিক শিখর পাহাড়িয়াকেও অনন্তের গ্র্যান্ড জন্মদিনের পার্টিতে যোগ দিতে জামনগরের উদ্দেশ্যে রওনা দিতে দেখা গিয়েছিল এদিন। তবে জামনগরে গিয়ে পৌঁছানোর পর অরি ও সালমানের জুটি এখন জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায়।
View this post on Instagram
অরিকে সবার সঙ্গেই নিজস্ব পোজ দিয়ে ছবি তুলতে দেখা গেলেও সালমানের সঙ্গে তিনি সেই পোজ দিতে পারছেন না। সোশ্যাল মিডিয়া প্রভাবশালী অরিকে এদিন দেখা যায় সালমানের বুকে নয়, উল্টো দিকে হাওয়ার মধ্যেই হাত দিতে। সালমানের বুকে হাত রাখার ন্যায় সেই শখ মেটান তিনি বাতাসে হাত ভাসিয়ে। হাসি মুখেই অরি নিজের সেই ইচ্ছে পূরণ করছিলেন, যদিও সালমানের মুখে ছিল বিরক্তির ছাপ। তবে অনন্তের জন্মদিনে অরি ও সালমানের এই প্রথম ছবি থেকে কি ১০ এপ্রিল, অরিকে সালমানের কাছে ঘেঁসে বুকে হাত রেখে ছবি তুলতে দেখা যাবে? যদিও সেই দৃশ্য চোখে দেখা এখনও সময় সাপেক্ষ। তবে প্রশ্ন একটা এখনও থেকে যায় যে, অরি ও সালমান এত তাড়াতাড়ি সেখানে পৌঁছে করছেনটা কি? নেটিজেনদের একাংশ যদিও মনে করছেন কোনও পরিবেশনার সঙ্গে যুক্ত তাঁরা, তাই একসঙ্গে সময় কাটাচ্ছেন!