থরে থরে সাজানো ৫০০ টাকার বান্ডিল, ভোটের মুখে বাজেয়াপ্ত বিপুল টাকা
A huge amount of money was confiscated in the face of the vote

The Truth of Bengal: সামনেই লোকসভা নির্বাচন। আর লোকসভা নির্বাচনের আগে বিপুল পরিমান টাকা উদ্ধার কর্ণাটকে। থরে থরে সাজানো রয়েছে ৫০০ টাকার বাণ্ডিল। বাজেয়াপ্ত হয়েছে ৭ কোটি টাকারও বেশি। নগদে অর্থ ছিল পাঁচ কোটি টাকার বেশি । এছাড়াও ১০৬ কেজি গয়নাও উদ্ধার হয়েছে। সবমিলিয়ে ৭ কোটি টাকার বেশি অর্থ বাজেয়াপ্ত করেছে পুলিশ। সামনেই লোকসভা নির্বাচন। এবারে লোকসভা নির্বাচন হচ্ছে ৭ দফায়।
কর্ণাটকে ভোট হবে দুদফায়। ভোট হচ্ছে ২৬শে এপ্রিল এবং ৭ই মে। আর নির্বাচনের মাত্র কয়েকদিন আগে বিরাট অঙ্কের টাকা লেনদেন হচ্ছিল বলে পুলিশের প্রাথমিক আনুমান। রবিবার গোপন সূত্রে খবর পেয়ে বেল্লারি শহরে অভিযান চালায় কর্নাটক পুলিশ। এক গয়নার দোকানির বাড়িতে তল্লাশি চালায় আধিকারিকেরা। আর সেখানেই কোটি কোটি টাকা বেরিয়ে আসে। যদিও নগদ অর্থের কোন হিসেব দিতে পারেনি ওই দোকানদার।
তবে শুধু নগদ অর্থও নয়, সোনা-রুপোর গয়না এবং রুপোর বার-ও উদ্ধার হয়েছে। পুলিশের সূত্রে জানা গিয়েছে, মোট ৫.৬০ কোটি টাকা নগদ উদ্ধার করা হয়েছে। সোনা-রপোর গয়নার হিসাবও কয়েক কোটি টাকা। সব মিলিয়ে মোট ৭ কোটি ৬০ লক্ষ টাকার নগদ ও গয়না উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় ওই দোকানিকে গ্রেফতার করেছে পুলিশ। কোথা থেকে এত বিপুল পরিমান টাকা, ও গহনা এল তা নিয়ে তদন্ত করছে পুলিশ আধিকারিকেরা।