গঙ্গা থেকে জল আনতে গিয়ে বিপত্তি ! ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত ৪
Difficulty bringing water from the Ganga! 4 injured in a terrible road accident

The Truth Of Bengal : শিব পুজো উপলক্ষে উদ্ধারনপুর ঘাটের গঙ্গা থেকে জল আনতে গিয়ে পথ দুর্ঘটনায় এক শিশু সহ গুরুতর জখম একই পরিবারের তিনজন। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে কীর্ণাহারের পরোটা গ্রামের কাছে।
জানা যায়, সোমবার লাভপুর থানার কান্দরকুলো গ্রামে বিশেষ শিব পুজো আয়োজিত হবে। তার জন্যই এলাকার অনেকেই পায়ে হেঁটে উদ্ধারনপুর থেকে জল নিয়ে আসছিল। সেই সময় পরোটা গ্রামের কাছে একটি মোটর বাইকের তিনজন চেপে আসছিল। তারপর সেই বাইক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে জল নিয়ে হাঁটতে থাকা নিমাই হাজরা, তার স্ত্রী মিঠু হাজরা ও তাদের সন্তান অভিজিৎ হাজরা কে ধাক্কা মারে। এরপর স্থানীয়রা ঘটনাস্থলে দৌড়ে আসেন। এলাকাবাসীরা গুরুতর জখম অবস্থায় তাদেরকে লাভপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। তার মধ্যে শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে।
অন্যদিকে দুর্ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছে যায় কীর্ণাহার থানার পুলিশ। ইতিমধ্যেই তারা বাইক চালককে আটক করেছে।