কলকাতা

বিরাটিকাণ্ডে প্রোমোটার- সহ ছয় জনের বিরুদ্ধে এফআইআর

FIR against six people including promoter

The Truth Of Bengal : বীরাটিকাণ্ডে এবার নির্মীয়মাণ বহুতলের অংশ মাথায় পড়ে মৃত মহিলার স্বামী সুদীপ শর্মা চৌধুরী প্রোমোটার-সহ মোট ছয় জনের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় বেআইনি নির্মাণের অভিযোগ দায়ের করলেন। পুলিশ ছয় জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। তাঁর অভিযোগ পত্রে নাম রয়েছে প্রোমোটার গৌতম দে, তাঁর সহযোগী সজু সেন, তপনভা ঘোষ এবং বহুতলের নির্মাতা অজয় রায়ের। ইতিমধ্যেই সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্রের খবর, উত্তর দমদম পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের শরৎ কলোনিতে শনিবার সন্ধ্যায় হঠাৎ একটি নির্মীয়মান বহুতলের পাঁচতলার পাঁচিলের একাংশ ভেঙে পড়ে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক মহিলা। এরপর মহিলার চিৎকার শুনে স্থানীয়রা দৌড়ে এসে দেখেন এক মহিলা অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন। এরপর এলাকাবাসীরা তাকে উদ্ধার করে চিনার পার্কের কাছে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসার জন্য। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই সম্পূর্ণ ঘটনা তদন্তে নেমেছে এয়ারপোর্ট থানার পুলিশ। কিভাবে এই বহুতলের একাংশ খসে পড়ল তা খতিয়ে দেখছেন তাঁরা। ইতিমধ্যেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে ওই এলাকায়। হঠাৎ এই নির্মীয়মান বহুতল ভেঙে পড়া নিয়ে উঠছে নানান প্রশ্ন।

মৃত মহিলার স্বামীর দাবি, পুরসভার অনুমোদন ছাড়াই পাঁচ তলা বহুতলটি নির্মাণ করা হচ্ছিল। এ প্রসঙ্গে রবিবার সকালে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘‘আমি এত দিন ভাবতাম, উপর মহল থেকে নির্দেশ দিলেই কাজ হয়ে যায়। কিন্তু আদতে যে তা হয় না, সেটা দেখতে পাচ্ছি। আমার দুর্ভাগ্য যে এত চেষ্টা সত্ত্বেও দুর্ঘটনা আটকাতে পারছি না। আমি পুলিশ কমিশনারের সঙ্গে ইতিমধ্যে কথা বলেছি। আগামী দিনে এমন নিয়ম করব, যাতে বেআইনি নির্মাণ করতে গেলে প্রোমোটারের পা কাঁপে। এখন নির্বাচনী আচরণবিধি চলছে বলে আমি এর থেকে বেশি কিছু বলতে পারছি না।’’

Related Articles