রাজ্যের খবর

Lok Sabha Election 2024: জলপাইগুড়ির চা বাগানে প্রচারে ব্যস্ত সিপিআইএম প্রার্থী

Lok Sabha Election 2024: CPIM candidate is busy campaigning in the tea garden of Jalpaiguri

The Truth Of Bengal: জলপাইগুড়ি -কল্যান চন্দ- সাত সকালে ভোট প্রচারে ব্যস্ত থাকতে দেখা গেল সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন কে চা বাগানে। রাজ্য বা দেশে দুর্নীতিতে ভরে গেছে। তৈরি হয়েছে বেকারত্ব। যুবসমাজ কাজ পাচ্ছে না। রাজ্য বা দেশের দুর্নীতির বিরুদ্ধে লড়াই আমাদের। এইরকমই কথা বললেন ভোট প্রচারে এসে জলপাইগুড়ি লোকসভা আসনের সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন।

সাত সকালে হাজির হয়েছিল জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের শিকারপুর চা-বাগানে ভোট প্রচারে লোকসভা আসনের জলপাইগুড়ি কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন। চা বাগানে এসে চা শ্রমিকদের সাথে কথা বলেন। পরিচিত হন সকলের সাথে। সকাল থেকেই বেরিয়ে পরেন সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন। কখনো চায়ের দোকানে আড্ডা তে বসে চা খান। কখনো সোজা চলে যায় চার শ্রমিকদের সাথে কথা বলতে। এরকমই ছবি দেখা গেল বৃহস্পতিবার রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের শিকারপুর চা বাগানে।

চা শ্রমিকদের সাথে দীর্ঘক্ষণ আলোচনা শোনেন সিপিআইএম প্রার্থী। ভোট প্রচারে গিয়ে দেবরাজ বর্মন জানায় রাজ্য বা দেশে দুর্নীতিতে ভরে গেছে। তৈরি হয়েছে বেকারত্ব। যুব সমাজের কাছে নেই কাজ। রাজ্য বা দেশের দুর্নীতির বিরুদ্ধে আমাদের এই লড়াই। এই লড়াই দিল্লির বুকে নিয়ে যেতে চাই আমরা। সেই কারণে যুবসমাজের পাশাপাশি চা শ্রমিকদের আমাদের পাশে প্রয়োজন।সকলের সাহায্য নিয়ে আমাদের এই লড়াই।

Related Articles