রোজভ্যালির প্রতারিতদের টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু, আবেদন নিতে চালু ওয়েবসাইট
Rose valley defrauded refund process begins, website open for applications

The Truth Of Bengal : রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু। হাই কোর্টের নির্দেশে একটি ওয়েবসাইট খুলল ‘অ্যাসেটস ডিসপোজাল কমিটি’। ওয়েবসাইটটি হল www.rosevalleyadc.com। এই ওয়েবসাইটে রোজভ্যালির আমানতকারীদের আবেদন করতে পারবেন। সেখানে যাবতীয় নথি দিতে হবে। সব ঠিক থাকলে তার ভিত্তিতে তাদের টাকা ফেরতের ব্যবস্থা করবে কমিটি।
রোজভ্যালিতে টাকা রেখে পথে বসেছিলেন আমানতকারীরা। যা নিয়ে একাধিক মামলা যেমন হয়েছে, তেমনই টাকা ফেরতের দাবিতে বারবার পথে নামতে দেখা গিয়েছে আন্দোলনকারীদের। আগেই সরকারের তরফে আশ্বাস দিয়ে বলা হয়েছিল আমানতকারীদের টাকা ফেরানোর ব্যবস্থা করা হবে বলে। এবার সেই প্রক্রিয়া শুরু হল।
২০১৫ সালে একটি মামলার পরিপ্রেক্ষিতে হাই কোর্ট অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ কুমার শেটের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছিল। নাম হয় ‘অ্যাসেটস ডিসপোজাল কমিটি’। চলতি বছরের শুরুতেই টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। সেই পরিকল্পনা মতো রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরাতে ওয়েবসাইট তৈরি করা হয়েছে। এবার সেখানে আবেদন করতে পারবেন রোজভ্যালির প্রতারিত আমানতকারীরা। রোজভ্যালির কিছু সম্পত্তি বিক্রি করে ৮০০ কোটি টাকা পাওয়া যায়। সেই টাকা জমা আছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে। এই ওয়েবসাইটের মাধ্যমে সেই টাকা রুলে দেওয়া হবে প্রতারির আমানতকারীদের হাতে। জানা গিয়েছে, খুব অল্প বিনিয়োগ করেছিলেন এমন গ্রাহকদের টাকা আগে মেটানো হবে।
FREE ACCESS