বোর্ড ক্ষমা করল রউফকে, লিখিত ভাবে ক্ষমা চেয়ে চুক্তিতে ফিরে এলেন পিসিবির সিদ্ধান্তে
The board pardoned Rauf, who apologized in writing and returned to the contract at the PCB's decision

The Truth Of Bengal: অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট সিরিজ খেলতে অস্বীকার করেছিলেন পাকিস্তানের রউফ। সেকারণেই নিউজিল্যান্ড সফর চলাকালীন বোর্ডের তরফ থেকে রউফ’কে বার্ষিক চুক্তি থেকে সরিয়ে দেওয়া হয়। পরে হ্যারিস লিখতভাবে বোর্ডের কাছে ক্ষমা চাওয়ার পর তাকে আবারও দলের বার্ষিক চুক্তিতে ফিরিয়ে নেওয়া হয়।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলার জন্য যে পরিশ্রম করতে হয়, তা কার্যত করতে অস্বীকার করেন হ্যারিস। বিগ ব্যাস লিগ চলাকালীন তার এই মন্তব্যকে ঘিরে বিতর্ক শুরু হয়ে যায়। এবং সেইসময় নিউজিল্যান্ড সফরে থাকাকালীন বার্ষিক চুক্তি থেকে তাকে সড়িয়ে পর্যন্ত দেওয়া হয়।
সূত্রের খবর অনুযায়ী তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে না চাইলেও, দলের কোচ এবং অধিনায়ক তাকে চেয়েছিলেন। “একজন প্লেয়ার খেলবেন কি খেলবেন না সেটা সম্পূর্ণ নিজস্ব একটা বিষয়, দলের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হলে দেশে ফিরলে রউফ’কে প্রশ্নের মুখে পরতে হতে পারে।” বলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম। তবে এত বিতর্কের পর হ্যারিস পাকিস্তান বোর্ডের কাছে লিখিত ভাবে ক্ষমা চান। বোর্ড প্রধান মহসিন নাকভি অবশ্য এই বিষয়টিকে একটা ভুল বোঝাবুঝির চোখে দেখেছেন। তিনি বলেন, হ্যারিস যা বলছে তার জন্য সে ইতিমধ্যেই লিখিত দিয়ে ক্ষমা চেয়েছে বোর্ডের কাছে। পাকিস্তান সুপার লিগ চলাকালীন খেলার সময় তার চোট লাগে। আপাতত তার চিকিৎসার জন্য সম্পূর্ণ দ্বায়িত্ব বোর্ডের তরফ থেকেই নেওয়া হয়েছে। আপাতত আগামী দিনে হ্যারিসকে টেস্ট ম্যাচে খেলতে দেখা যাবে কিনা, তার দিকেই নজর থাকবে সকলের।