রাজ্যের খবর

মালদায় মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত ৩

Tragic road accident in Malda, 3 dead

The Truth Of Bengal: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। শনিবার গভীর রাতে এই পথ দুর্ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার যদুপুর ১ গ্রাম পঞ্চায়েতের পুলিশ সুপার অফিস সংলগ্ন বাইপাস রোড এলাকায়। ঘটনায় শোকের ছায়া এলাকায়।

সূত্রের খবর, মালদার বাইপাস রোড এলাকায় একটি গ্যাস ট্যাংকের লরি যাচ্ছিল ঠিক সেই সময় হঠাৎ গ্যাস ট্যাংকের ওই লরিটির পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি চার চাকার গাড়ি। ওই চার চাকার গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। এই দুর্ঘটনার পর আতঙ্কে লরির চালক পলাতক হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ইংরেজবাজার থানার পুলিশ। এরপর স্থানীয়রা এবং পুলিশের তৎপরতায় আহত যাত্রীদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা ওই তিনজন যাত্রীদের মৃত বলে ঘোষণা করেন। পরে ইংরেজবাজার থানার পুলিশ লরিটি আটক করে। তবে লরির চালক এখনও পালতক। ইতিমধ্যেই সম্পূর্ণ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এই দুর্ঘটনার খবর পেয়ে  মালদা মেডিকেল কলেজে মৃত পরিবারদের সঙ্গে দেখা করতে যান উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন

Related Articles