অফবিট
Trending

দোলের সময় রঙ তো আমরা সবাই খেলি, কিন্তু আপনার স্বাস্থ্য ও মনের উপর রঙের প্রভাব ঠিক কতটা জানেন?

Do you know exactly how much color affects your health and mind?

The Truth Of Bengal : স্বাস্থ্যের পাশাপাশি মনের উপর বিভিন্ন রং বিভিন্ন রকমের প্রভাব বিস্তার করে। রঙের ব্যবহার ঘরের রুম থেকে শুরু করে ধর্মীয় স্থান, পোশাক, খাবার ও পড়াশোনার ক্ষেত্রেও দেখা যায়। নিচের বিস্তারিত প্রতিবেদনে দেখে নিন কোন রঙের গুরুত্ব কেমন।

আপনি কি জানেন? আমাদের দৈনন্দিন জীবনে রঙের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ! আমাদের স্বাস্থ্য এবং মন উভয় ক্ষেত্রেই বিভিন্ন রং বিভিন্ন রকম ভূমিকা পালন করে থাকে। বাড়ির রং থেকে শুরু করে পোশাক, খাবার, ধর্মস্থান নানান ক্ষেত্রে রঙের প্রভাব চোখে পড়ে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক কোন রং কোন অবস্থার প্রতীক –

লাল রং – কর্মশক্তি ও প্রেমের প্রতীক

কমলা রং – তাপ ও উন্নতির প্রতীক

হলুদ রং – বুদ্ধি ও আশাবাদীর প্রতীক

সবুজ রং – শান্তি ও বিশ্রামের প্রতীক

নীল রং – সত্য ও আনুগত্যের প্রতীক

বেগুনি – আভিজাত্য ও উন্মাদনার প্রতীক

গোলাপি – তারুণ্য ও নিষ্পাপতার প্রতীক

সাদা –  পবিত্রতার ও সহজ সরলতার প্রতীক

স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে লাল রং আপনার শরীরের রক্ত সঞ্চালন দ্রুত গতিতে বাড়িয়ে তোলে। হলুদ রং আপনার দেহের স্নায়ুকে সক্রিয় করে তোলে। কমলা রং ফুসফুসে কোনও রোগ হলে সেই রোগ নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গরম পড়লে বিশেষজ্ঞরা সাদা রঙের পোশাক পরার পরামর্শ দেন। এই গরমে এলার্জি হওয়ার সম্ভাবনা কমে যায়। কেবল স্বাস্থ্যের ক্ষেত্রে নয় পোশাকের ক্ষেত্রেও রঙের বৈচিত্র্য দেখা যায়। যেমন কালো রঙের পোশাক শক্তি এবং ক্ষমতাকে প্রদর্শন করে। ঘরের রুমের ক্ষেত্রেও অনেকেই কুল কালারের রং ব্যবহার করে থাকেন। কমলা, লাল ও হলুদ রং ঘরের তাপমাত্রা বৃদ্ধি করে। রঙের বৈশিষ্ট্য কেবল ঘরের চার দেওালেই বন্দি নয়, রয়েছে স্কুলের ক্লাস রুমেও। পরীক্ষার সময় পড়ুয়াদের খাতায় লাল রং ব্যবহার করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়। নীল এবং কালো রং ব্যবহার করার অনুমতি থাকে পড়ুয়াদের ক্ষেত্রে। কারণ নীল রং সৃষ্টিশীলতা বাড়ায়। মন ও শরীরকে আরাম দেয়।

 

FREE ACCESS

Related Articles