খেলা

অভিনব কায়দায় ঋষভকে উপহার দিল্লি ক্যাপিটালসের, কি উপহার পেলেন ঋষভ?

Gift to Rishabh Delhi Capitals

The Truth of Bengal: গত কয়েক মাস ধরে দিল্লি ক্যাপিটালস সমর্থকদের একটাই প্রশ্ন ঋষভ  কবে ফিরবেন মাঠে ? তিনি ফিরবেন এই আইপিএলেই। ফের চেনা ছন্দে  ব্যাট বলের দুনিয়ায় রাজত্ব করবেন ঋষভ। তার মাঠে ফেরা শুধু সময়ের অপেক্ষা।বোর্ডের তরফ থেকেও ছাড়পত্র পেয়ে গিয়েছেন পন্থ। বোর্ডের তরফ থেকে  আইপিএলে নামার ছাড়পত্র দেওয়ার পাশাপাশি। তার এই দীর্ঘ লড়াইকে কুর্নিশ জানানো হয়েছে। তার  মৃত্যু মুখ থেকে ফেরার যে লড়াই সেই  লড়াই এর কথা বলা হয়েছে ।

এদিকে দিল্লি ক্যাপিটালসও দীর্ঘ সময় তাঁর অপেক্ষায় রয়েছে। সেকারণে এবার দিল্লি ক্যাপিটালস ঋষভকে অভিনব কায়দায় স্বাগত জানাল। তার হাতে দলের জার্সি তুলে দেওয়া হয়েছে। যে  ভিডিও দিল্লি ক্যাপিটালস সামনে এনেছে সেখানে দেখা যাচ্ছে এক খুদে  ঋষভের দরজার বাইরে এসে অপেক্ষা করছে। ঋষভ দরজা খুলতেই সেই খুদে হাসি মুখে একটা বক্স ঋষভের  হাতে তুলে দিল। ঋষভ হাসি মুখে  সেই বক্স খুলতেই বেরিয়ে এল সেই জার্সি।

যে জার্সি পরে খেলেছেন। অতীতের মাঠের স্মৃতি মনে পড়তেই আবেগঘন ঋষভ  হাসছিলেন। দিল্লি ক্যাপিটালসের এই ভিডিও হয়েছে ভাইরাল । হু হু করে ছড়িয়েছে ভিডিও। দিল্লি ক্যাপিটালস এর পাশাপাশি আইপিএল দুনিয়ায় তাকে স্বাগত জানিয়েছেন তার শুভানুধ্যায়ী থেকে শুরু করে সমর্থকেরা। নানান রকম কমেন্ট করে কমেন্ট সেকশন ভরিয়েছেন তারা। ২০২২ সালে ভয়ঙ্কর দুর্ঘটনায় পড়ে দীর্ঘ সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নিজের পায়ে  দাঁড়াতেই বহু সময়  লাগে তার । তবে তিনি যোগাযোগ রেখেছিলেন তার সমর্থকদের সঙ্গে। তার শারীরিক আপডেট প্রতি মুহূর্তে দিয়েছেন সমর্থকদের কে।

Related Articles