রাজ্যের খবর
রবীন্দ্রনাথ ঠাকুর রোডের ঠাকুরপুকুরে অনুষ্ঠিত হল ৪২ তম মতুয়া সম্মেলন
The 42nd Matua Conference was held at Thakurpukur on Rabindranath Tagore Road

The Truth Of Bengal: ৪২ তম মতুয়া সম্মেলন অনুষ্ঠিত হল রবীন্দ্রনাথ ঠাকুর রোডে। ঠাকুরপুকুরে শ্রী, শ্রী হরিচাঁদ সেবাশ্রম প্রাঙ্গণ থেকে সকাল ৭ টার সময় প্রভাত ফেরির মাধ্যমে শুরু হল ৪২ তম মতুয়া সম্মেলন। রবিবার পর্যন্ত চলবে এই সম্মেলন। এছাড়াও থাকবে নানা রকমের অনুষ্ঠান, মতুয়া সংগীত। শনিবার সারাদিন কবিগানের আয়োজনও করা হয়েছে এই সম্মেলনে। এই সম্মেলণের প্রভাত ফেরীতে অংশগ্রহণ করেছিলেন মতুয়া সেবাশ্রম বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ও শিক্ষিকা গন।
FREE ACCESS