
The Truth of Bengal: ক্যালেন্ডার অনুযায়ী বিদায় নিয়েছে শীত। চলছে বসন্তকাল। ঠান্ডা-গরম মিলিয়ে একটা অন্যরকম আবহাওয়া চলছে বঙ্গে। সকালের দিকে হালকা ঠান্ডার আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে বাড়ছে তাপমাত্রা। এমন অবস্থায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার সকাল থেকেই মেঘলা আকাশ দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। আগামী দু’দিন তাপমাত্রায় কোনও উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। নতুন সপ্তাহ থেকে তাপমাত্রা বাড়তে পারে। কলকাতায় বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছয় ৩১ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আগামী ৪ দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ পাশাপাশি উত্তরবঙ্গেও রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।
দক্ষিণের পাশপাশি দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে। পশ্চিমী ঝঞ্ঝা পার করার সময় সিকিমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবেই দার্জিলিংয়েও হবে বৃষ্টি। এছাড়া উত্তরের কোনও জেলাতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।
এদিকে, আবহাওয়ার এমন খামখেয়ালিপনায় বাড়ছে অসুখ। ঘরে ঘরে এখন জ্বর-সর্দি, কাশির প্রকোপ। চিকিৎসকরা জানাচ্ছেন, এই সময় একটু সাবধানে থাকতে হবে। বিশেষ করে শিশু ও বয়স্কদের।