বিনোদন
Trending

চার মহারথীর চার চমক

Four wonders of four Maharathi

The Truth Of Bengal: বরাবর নানা স্বাদের বাংলা ছবি উপহার দিয়ে এসেছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। শোনা গিয়েছে সৃজিত মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, জয়দীপ মুখোপাধ্যায়, দেবালয় ভট্টাচার্যের পরিচালকের চার-চারটি ছবির ঘোষণা হবে আগামি সোমবার। ভেঙ্কটেশ ফিল্মস-এর ব্যানারে টলিউডের এই চারজন পরিচালক কী ছবি নিয়ে আসছেন সেটি এবার দেখে নেওয়া যাক

সৃজিত মুখোপাধ্যায় এখন থ্রিলারেই মজে আছেন। তাই তাঁকে নিয়ে নতুন এক থ্রিলারের তৈরি করার পরিকল্পনা করেছে প্রযোজক সংস্থা। শোনা যাচ্ছে ৯টি আন্তর্জাতিক পুরস্কার পাওয়া হলিউডের ছবিটি কোর্টরুম ড্রামা “১২ অ্যাংরি মেন”-এর বাংলা সংস্করণ নিয়ে আসতে চলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সৃজিতের এই ছবিতে কৌশিক গঙ্গোপাধ্যায়, কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচাৰ্য, রুদ্রনীল ঘোষ, সত্যম ভট্টাচাৰ্য, সৌরসেনী মৈত্র থাকবেন। সব ঠিক থাকলে জুন মাসেঅ নতুন এই থ্রিলারের  শ্যুটিং শুরু হবে।

অন্যদিকে, রাজ চক্রবর্তী ঘোষণা করতে চলেছেন এক পারিবারিক ড্রামার। যার মুখ্য ভূমিকায় রয়েছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। বছরের প্রথমেই মিঠুনকে নিয়ে একটি পোস্ট করেছিলেন রাজ। তখন থেকেই জল্পনা আরও সুদৃঢ় হয়। রাজের এই ছবিতে মিঠুন ছাড়াও ঋত্বিক চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় থাকবেন। ছবিতে মিঠুন ও ঋত্বিক যথাক্রমে বাবা ও ছেলের ভূমিকায় অভিনয় করবেন। ছবির গল্প বা টাইটেল সবকিছুই প্রকাশিত হবে ছবির ঘোষণার দিন।

ইন্দুবালা ভাতের হোটেলের পর শুভশ্রীকে নিয়ে ছবি করতে চলেছেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। খবরের সূত্রানুসারে, দেবালয় নাকি গা ছমছমে ভৌতিক ছবি আনছেন। সেখানেই রাজ-ঘরনির সঙ্গে দেখা যাবে চিত্রাঙ্গদা চক্রবর্তীকে। ফলে ইন্দুবালা ভাতের হোটেলের পর ফের একবার জুটিতে আসছেন টলিউডের সফল জুটি দেবালয়-শুভশ্রী।

পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় পুজোয় ফিরতে পারেন একেনবাবুকে নিয়ে। এবার একেনবাবু বড়পর্দায় রহস্যের সমাধানে পাড়ি দেবেন রাশিয়ায়। ছবির লিড রোলে একেনের চরিত্রে ফের দেখতে পাওয়া যাবে অভিনেতা অনির্বান চক্রবর্তীকে। চলতি বছর পুজোয় মুক্তি পাবে এই ছবিটি। টলিউডের এতগুলি ভিন্নধারার ছবির মধ্যে দর্শক কোন ছবিকে আপন করে নেবে সেটাই এখন বড় প্রশ্ন।

FREE ACCESS

 

Related Articles