চব্বিশে ভোটের চমক, আসানসোলে বিজেপির প্রার্থী ভোজপুরি অভিনেতা পবন সিং
Bhojpuri actor Pawan Singh is BJP's candidate in Asansol

চব্বিশে বিজেপির ভোটের চমক। এবার আসানসোলে বিজেপির প্রার্থী মনোনীত করা হল ভোজপুরি গায়কও অভিনেতা পবন সিংকে। আসানসোলে বিজেপি উপ-নির্বাচনে হেরে যায়। তৃণমূল কংগ্রেসের গ্ল্যামার ফেস শত্রুঘ্ন সিনহার কাছে হেরে যান অগ্নিমিত্রা পাল। তাই এবার মুখ বদল করে পবন সিংকে ময়দানে নামাল গেরুয়া শিবির।
তবে বহিরাগত প্রার্থী কেন ঘোষণা করা হল, তাই নিয়ে আসানসোলের ভোটারদের একাংশ প্রশ্ন তুলছে। কেন আসানসোলের ভূমিপুত্রদের বাছাই না করে বিহারের বাসিন্দাকে হাইপ্রোফাইল কেন্দ্রে প্রার্থী করা হল, তাই নিয়ে জল্পনাও চলছে জোরদার। রাজনীতিতে অবশ্য পবনের হাতেখড়ি হয়ে গেছে অনেক আগেই। ২০১৪ সালে গেরুয়া শিবিরের সঙ্গে দীর্ঘদিন তিনি ঘনিষ্ঠতা তৈরি করেন। যখন বিহারের দায়িত্বপ্রাপ্ত বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন ভূপেন্দ্র যাদব তখন থেকেই পবন সিং বিজেপির হয়ে কাজ করছিলেন। দশ বছর বিজেপির সঙ্গে থাকার পর অবশেষে টিকিট পেলেন পবন।
এখন আসানসোলে বিজেপি পবন সিংকে ময়দানে নামিয়ে আসলে বাজিমাত করতে পারবেন কিনা তা নিয়ে সংশয়ও রয়েছে। কারণ রাজ্যের এই প্রান্তিক লোকসভায় তৃণমূল কংগ্রেসের মূল হাতিয়ার উন্নয়নের রাজনীতি।সেই উন্নয়নের রাজনীতির বিরুদ্ধে বিজেপির হাতে ইস্যু কি হবে ? সেবিষয়েও রাজনৈতিক মহলের একাংশ জানতে চাইছেন।