কিং খানের সঙ্গে কথোপকথন নিয়ে মুখ খুললেন প্রাক্তন অফিসার
The former officer opened up about the conversation with King Khan

The Truth Of Bengal: প্রাক্তন এনসিবি জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলা দায়ের করেছিল ইডি। সিবিআই সূত্রে খবর, এই দুর্নীতির আগেও শাহরুখ খানের পরিবারের থেকে ২৫ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে ওয়াংখেড়ের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল। এবার শাহরুখ খানের সঙ্গে তাঁর সেই কথোপকথন নিয়ে মুখ খুললেন নারকোটিক্স বিভাগের প্রাক্তন অফিসার সমীর ওয়াংখেড়ে।
প্রাক্তন অফিসার জানান, ” এটা আমার জীবনের সবথেকে ছোট কেস। আমি জীবনে যা যা করেছি তার জন্য আমার কোন আপসোস নেই। যদি আমি কখনো আমার পদ ফিরে পাই, তাহলে আমি আবার আগের মতোই কাজ করব।”
কিছুদিন আগেই সমীর ওয়াংখেড়েকে পাঠানো শাহরুখ খানের একটি মেসেজ বেশ ভাইরাল হয়েছিল। যেখানে দেখা গিয়েছিল কিং খান লিখেছেন, “বাবা হিসেবে অনুরোধ করছি, ওকে জেলে পাঠিও না।” এ প্রসঙ্গে সমীর জানান, “আমি ওই মানুষটাকে নিয়ে কথাই বলতে চাই না। তবে যখন অভিযুক্তদের বাবা মা এভাবে আমায় বলেন, অনুরোধ করেন তখন খারাপ লাগে।”
FREE ACCESS