দেশ

সুদর্শন সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Prime Minister inaugurated Sudarshan Setu

The Truth of Bengal: ভারতের চার ধামের মধ্যে অন্যতম জনপ্রিয় ধাম দ্বারকা। এই দেবভূমি দ্বারকায় রয়েছে দ্বারকাধীশ মন্দির যেখানে পূজিত হন ভগবান শ্রীকৃষ্ণ। আর কৃষ্ণের চক্রের নাম সুদর্শন চক্র। পৌরাণিক সেই চক্রের নাম অনুসারেই গুজরাটের দ্বারকায় এক অভিনব কায়দায় তৈরি হল কেবল ব্রিজ অর্থাৎ ঝুলন্ত সেতু। দেশের দীর্ঘতম কেবল সেতুর ওনাম দেওয়া হয়েছে সুদর্শন সেতু। রবিবার এই সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী। ২.৩২ কিমি দীর্ঘ এই সেতু যুক্ত করবে পুরনো দ্বারকা ও নতুন দ্বারকাকে। ওখার সঙ্গে বেইট দ্বারকাকে যুক্ত করা এই সেতুর ২৭.২ মিটার চওড়া। চারটি লেন দ্বারা গঠিত এই ব্রিজের দুধারে রয়েছে ২.৫ মিটার চওড়া ফুটপাত।

হিন্দু ধর্মের প্রধান ধর্ম গ্রন্থ ভগবৎ গীতার শ্লোক গুলি অলঙ্কার করা রয়েছে ব্রিজের দু পাশে। রয়েছে কৃষ্ণের ছবিও। কেবলের মাধম্যে ঝোলানো এই ব্রিজের উপরিভাগে রয়েছে সোলার প্যানেল। সোলার প্যানেল থেকে তৈরি হবে ১ মেগাওয়াট সৌরবিদ্যুৎ।  ভারতের মধ্যে এই অভিনব কায়দায় গড়ে তোলা ব্রিজের দেখা আর কোথাও পাওয়া যাবেনা। এর আগে ২০১৭ সালে অক্টোবর মাসে এই সেতুর ভিত্তি প্রস্থর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী। দেবভূমি দ্বারকায় সুদর্শন সেতু পর্যটন শিল্প প্রসারের গোড়া পত্তন বলে মনে করেছেন প্রধানমন্ত্রী।

আগে পুরনো ও নতুন দ্বারকা যেতে হলে জলপথে যেতে হত দর্শনার্থীদের। কিন্তু এই সেতু হওয়ার ফলে দর্শনার্থীরা খুব সহজেই কম সময়ে পৌঁছতে পারবেন তাদের গন্তব্যে। ব্রিজ উদ্বোধনকে ঘিরে সেজে উঠেছে দ্বারকা। সেতু উদ্বোধনের পরেই প্রধানমন্ত্রী যান দ্বারকাধীশ মন্দির। সেখানে গিয়ে পুজো দেন তিনি। সেতু উদ্বোধন প্রসঙ্গে গুজরাটের স্বরাষ্ট্র মন্ত্রী হর্ষ সাংভি জানিয়েছেন জন্মাষ্টমীতে দ্বারকা যে ভাবে সেজে ওঠে সুদর্শন সেতুর উদ্বোধন ঘিরেও ঠিক সেই ভাবে সেজে উঠেছে দ্বারকা।

Related Articles