দেশ
Trending

বিশাখাপত্তনমে চলছে নৌসেনার মহড়া, অংশ নিয়েছে ৫০টি দেশের নৌবাহিনী

Naval exercise is going on in Visakhapatnam

The Truth Of Bengal : শুরু হল নৌসেনার মহড়া ‘মিলান’। বিশাখাপত্তনমে শুরু হওয়া এই মহড়া চলবে ৯ দিন। বিশ্বের প্রায় ৫০টি নৌবাহিনী অংশ নিয়েছে। তালিকায় আছে আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, ফ্রান্স, বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মতো দেশ। লোহিত সাগরে হুথি জঙ্গিদের তাণ্ডবকে ঘিরে ক্রমেই সমুদ্র বাণিজ্যের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। সেই পরিস্থিতিতে এই মহড়া বিশেষ তাৎপর্যপূর্ণ। সোমবার থেকে শুরু হওয়া এই মহড়া চলবে ৯ দিন। এবারের এই যৌথ মহড়া ১২ বছরে পড়ল।

এবারের মহড়ায় ভারতের বন্ধু দেশগুলির ১৫টি যুদ্ধজাহাজ ও ১টি নজরদারি বিমান অংশ নিচ্ছে।  আছে ভারতের বহু বিমান ও রণতরী। মহড়ায় থাকছে বিক্রান্ত, বিক্রমাদিত্যের মতো ২০টি যুদ্ধবিমানবহনকারী রণতরী। সেই রণতরী থেকে উড়ে যাবে মিগ ২৯-কে-, তেজসের মতো যুদ্ধবিমান। সমুদ্রের বুকে বিভিন্ন দেশের নৌসেনা শক্তি প্রদর্শন করবে।সম্প্রতি আরব সাগরের উত্তর ও মধ্য অংশে নজরদারি বাড়িয়ে দিল ভারতীয় নৌবাহিনী। লোহিত সাগর, ইডেন প্রণালী ও উত্তর ও মধ্য আরব সাগরের ওপর দিয়ে চলাচল করা আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলির ওপর আক্রমণের ঘটনা বাড়ছে।

বেশ কয়েকটি আক্তান্ত জাহাজ থেকে নাবিজকদের উদ্ধার করেছে ভারতীয় নৌসেনা। গ্রেফতার করেছে সোমালিয়ার জলদস্যুদের। এখন ভারতীয় নৌসেনা আরব সাগরের ওই সব জায়গায় নজরদারি বাড়িয়েছে। দেশের পশ্চিমদিকে যখন নৌসেনা এই ভূমিকায় আছে, তখন পূর্বপ্রান্তে অনেকগুলি দেশের সঙ্গে মিলিত ভাবে মহড়া চালাচ্ছে ভারতীয় নৌসেনা।

 

FREE ACCESS

Related Articles