দেশ

অখিলেশের ‘শর্ত’ কংগ্রেসকে,উত্তরপ্রদেশে মাত্র ১৫টি আসন ছাড়া হবে কংগ্রেসের জন্য  

Uttar Pradesh

The Truth of Bengal: উত্তরপ্রদেশে মাত্র ১৫টি আসন ছাড়া হবে কংগ্রেসের জন্য। আসন্ন লোকসভা নির্বাচনে এমনটাই শোনা যাচ্ছে সমাজবাদী পার্টির অন্দরে। উল্লেখ্য, ইতিমধ্যেই উত্তরপ্রদেশে পৌঁছে গিয়েছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। তার মধ্যেই আসনরফা নিয়ে হাত শিবিরকে চূড়ান্ত প্রস্তাব দিয়েছে অখিলেশ যাদবের দল। জানাগিয়েছে ওই প্রস্থাবে বলা হয়েছে উত্তরপ্রদেশের ৮০টি আসনের মধ্যে ১৫টি কংগ্রেসের জন্য ছাড়া যেতে পারে বলে জানান হয়েছে। তার বেশি নয়। কংগ্রেস যদি এই প্রস্তাবে রাজি হয়, তাহলে উত্তরপ্রদেশে ইন্ডিয়া জোট থাকবে। কিন্তু কংগ্রেস যদি আরও বেশি আসন চায় সেক্ষেত্রে ইন্ডিয়া জোটের ইতি।

আলাদাভাবেই লড়াই করতে হবে দুই দলকে। ইতিমধ্যেই কংগ্রেস হাইকমান্ডকে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে সমাজবাদী পার্টি। জানাগিয়েছে, বল এখন কংগ্রেসের কোর্টে। তাঁদের সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে রয়েছে উত্তরপ্রদেশে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ। এই রকম পরিস্থিতিতেই উত্তরপ্রদেশে ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে পৌঁছে গিয়েছেন রাহুল গান্ধী। এর পর আমেঠি যাত্রা। যাত্রায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকেও।

কিন্তু সপা সূত্রে জানাগিয়েছে, আসনরফা নিয়ে কংগ্রেসের মতামত জানার পরেই যাত্রায় যোগ দেওয়ার বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবেন অখিলেশ। তবে যাত্রায় তাঁর যোগদান নিয়ে আশাবাদী কংগ্রেস নেতৃত্ব। উল্লেখ্য, দিন কয়েক আগেই একতরফাভাবে উত্তরপ্রদেশের বেশ কয়েকটি আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছিল সমাজবাদী পার্টি। তার পরেই কংগ্রেসের সঙ্গে চাপানউতোর শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে অখিলেশ বলেন, উত্তরপ্রদেশে আসনরফার পথ এখনও খোলা রয়েছে। তবে সূত্রের খবর, কোনওমতেই ১৫টির বেশি আসন কংগ্রেসকে ছাড়তে রাজি নয় সপা।

Related Articles