রাজনীতি

প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির যোগ্য উত্তরসূরি কে? কী বলছে সমীক্ষা

Who is the right successor of Narendra Modi as Prime Minister? What the survey says

The Truth Of Bengal: ২০১৪ ও ২০১৯ সালে পরপর দু’বার প্রধানমন্ত্রী হয়েছিলেন নরেন্দ্র মোদি। তৃতীয়বার কি বিজেপি আবার ক্ষমতায় ফিরবে? জিতলে কে হবেন প্রধানমন্ত্রী। সমীক্ষা বলছে, আসন সংখ্যা কমলেও ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী হিসেবে বিজেপির অটোমেটিক চয়েস নরেন্দ্র মোদি। অর্থাৎ আবার প্রধানমন্ত্রী হতে পারেন মোদি। কিন্তু, প্রশ্ন হল প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির স্থলাভিষিক্ত হওয়ার জন্য আর কে সবচেয়ে উপযুক্ত? এব্যাপেরে কী বলছে সমীক্ষা? ‘মুড অফ দ্য নেশন’ এই প্রশ্ন রেখেছিলে সাধারণ মানুষের কাছে।

‘মুড অফ দ্য নেশন’-এর সমীক্ষা অনুযায়ী উত্তরদাতাদের ২৯ শতাংশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে প্রধানমন্ত্রী মোদির উত্তরসূরির জন্য সবচেয়ে উপযুক্ত বলে মনে করেছেন। ২৫ শতাংশ মতদাতা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে প্রধানমন্ত্রী হিসেবে মোদির যোগ্য উত্তরসূরি হিসেবে চিহ্নিত করেছেন। তালিকায় থাকা কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়করিকে ১৬ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী হিসেবে মোদির যোগ্য উত্তরসূরি হিসেবে দেখতে চাইছেন।

‘দ্য মুড অফ দ্য নেশন’ গত ১৫ ডিসেম্বর থেকে ২৮ জানুয়ারির মধ্যে এই সমীক্ষা করেছিল। প্রায় ৩৬ হাজার জনের ওপর হয় এই সমীক্ষা। যার ফল প্রকাশ পেয়েছে ফেব্রুয়ারিতে। সমীক্ষার আয়োজকদের তরফে দাবি করা হয়েছে, এই মুহূর্তে নির্বাচন হলে ফের ক্ষমতায় ফিরতে পারে বিজেপি। বিজেপির পক্ষে পাল্লা ভারী দেখানো হলেও ইন্ডিয়া জোটের দখলে আসতে পারে ১৬৬টি আসন। যার মধ্যে শুধু কংগ্রেসই পাবে ৭১টি আসন।

প্রধানমন্ত্রী হিসেবে মানুষ নরেন্দ্র মোদির উত্তরসূরি হিসেবে কাকে দেখতে চায়? মোদির ডেপুটি হিসেবে এগিয়ে আছেন অমিত শাহ। তাঁর দিকে পাল্লা ভারী। তবে খুব কাছেই আছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তৃতীয়বারের জন্য ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী যে মোদিই হবেন, তাতে কোনও সন্দেহ নেই। শুধু মানুষের কাছে জানতে চাওয়া হয়েছিল, মোদির যোগ্য উত্তরসূরি কে হতে পারেন? লড়াইয়ে অমিত শাহ, যোগী আদিত্যনাথ ও নিতিন গড়করি থাকলেও অনেকটাই এগিয়ে বর্তমান মোদি মন্ত্রিসভার নাম্বার-টু অমিত শাহ।

Free Access

Related Articles