রাজ্যের খবর

গরু পাচারের পথে পুলিশের হাতে গ্রেফতার দুই যুবক

Two youths were arrested by the police on the way of cattle smuggling

The Truth of Bengal: রাতের অন্ধকারে চোরাই গরু পাচারের পথে পুলিশের হাতে গ্রেফতার দুই যুবক। সেই সঙ্গে আটক দুটি গাড়ি ,উদ্ধার আটটি গরু। শুক্রবার রাতে ধূপগুড়ি থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে দুটি ছোট গাড়ি চুরির গরু নিয়ে ময়নাগুড়ি থেকে বানারহাট যাচ্ছে পুলিশের নজর এড়িয়ে গ্রামের রাস্তা দিয়ে।

এরপর ধূপগুড়ি থানার পুলিশ ধূপগুড়ি মহকুমার বামনটারী এলাকায় দুটি গাড়ি আটক করে। গাড়ি চালকদের সঙ্গে কথা বললে তাদের কথায় অসঙ্গতি মেলায় গাড়ি সমেত দুজনকে নিয়ে আসা হয় ধূপগুড়ি থানায়। পুলিশ সূত্রে খবর, দুই যুবককে গ্রেফতার করা হয়েছে পাশাপাশি ওই গাড়ি থেকে উদ্ধার হয়েছে আটটি চোরাই গরু।

ধৃত দুই যুবকের নাম শাহানুর আলম এবং কৃষ্ণ রায়। ধৃতদের মধ্যে একজনের বাড়ি বারঘরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় এবং অপরজনের বাড়ি মাগুরমারি গ্রাম পঞ্চায়েত এলাকায়।শনিবার ধৃতদের জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয়েছে। এই ঘটনার পিছনে আরও বড় চক্র রয়েছে কিনা পুরো বিষয়টি খতিয়ে দেখছে ধূপগুড়ি থানার পুলিশ।

Related Articles