দেশরাজনীতি
Trending

বিজয়নের সঙ্গে আন্দোলনে যোগদান অরবিন্দ কেজরিওয়াল ও ভগবন্ত মানের,

Kejriwal-Manan joined the movement with Vijayan,

The Truth Of Bengal: তৃণমলের দেখানো পথে হেঁটে দেশের রাজধানীতে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে প্রতিবাদে সামিল হল কেরল সরকারও। পিনরাই বিজয়নের সঙ্গে আন্দোলনে যোগ দিয়েছেন আপ সুপ্রিমো কেজরিওয়াল ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী।

বাংলার শাসক দল কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে বারবার সুর চড়িয়েছে। প্রতিবাদে দিল্লিতে ধর্নায়ও বসেছিল তৃণমূল কংগ্রেস। এবার তৃণমলের দেখানো সেই পথে হেঁটে দেশের রাজধানীতে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে প্রতিবাদে সামিল হলেন কেরলে মুখ্য মন্ত্রী পিনরাই বিজয়ন পিনরাই বিজয়নের সঙ্গে আন্দোলনে যোগ দিয়েছেন আপ সুপ্রিমো কেজরিওয়াল ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। যন্তর মন্তরে বিজয়নের আন্দোলনে বৃহস্পতিবার যোগ দেন অরবিন্দ কেজরিওয়াল ও ভগবন্ত মান। আপ-এর পক্ষ থেকেও বারবার কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ানো হয়েছে।

কেরল সরকারের দাবি, কেন্দ্রের পক্ষ থেকে যে বরাদ্দ দেওয়ার কথা কেরল সরকারকে, শতাংশের হিসেবে তার বহু কম বরাদ্দ পেয়েছে তাদের রাজ্য। তুলনায় উঠে এসেছে বিজেপি শাসিত বেশ কিছু রাজ্যের নাম, যে সব  রাজ্য গুলি অনেক বেশি পরিমাণ বরাদ্দ পেয়েছে বলে অভিযোগ। এই অভিযোগ তুলেই ৮ তারিখ থেকে দিল্লির যন্তর মন্তরে ধর্না-প্রতিবাদে বসছে কেরল সরকার। দলের বিধায়ক-সাংসদদের নির্দেশ দেওয়া হয়েছে ধর্নায় উপস্থিত থাকার জন্য। এবিষয়ে একাধিক অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্র্যীর কাছেও চিঠি পাঠিয়েছিলেন বিজয়ন।

 

Related Articles