রাজ্যের খবর
Trending

বকেয়া ইস্যু থেকে বিজেপিকে তোপ, একলা চলোর কর্মপন্থা, এক নজরে মুখ্যমন্ত্রীর বক্তব্য…

Mamata Banerjee

The Truth Of Bengal: বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগর থেকে একাধিক প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মঞ্চেই তিনি একাধিক বক্তব্য রাখেন তাতে কাজের খতিয়ান যেমন ছিল তেমনই ছিল রাজ্যের বকেয়া ইস্যু।

  • মুখ্যমন্ত্রী ঘোষণা করেন ৩০০কোটি টাকা ব্যয়ে নবদ্বীপকে হেরিটেজ টাউন করা হচ্ছে।দেড় হাজার কোটি টাকা খরচ করে কল্যাণীতে ব্রিজ করা হচ্ছে।নারীকল্যাণের কথা তুলে ধরতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ৩ কোটি মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। সংখ্যালঘুরা ৩ কোটি ঐক্যশ্রী কন্যাশ্রী ৯৫ লক্ষ মেয়েরা পেয়েছে।বিজেপি সহ বিরোধীদের বিভ্রান্তি ছড়ানোর বিরুদ্ধে সোচ্চার হন মুখ্যমন্ত্রী।তিনি জানিয়ে দেন,বিজেপিকে হারাতে তৃণমূল একাই লড়াই হবে।তৃণমূল জোট চেয়েছিল কিন্তু কংগ্রেস,সিপিএমের সঙ্গে জোট গড়ায় বিরোধীদের জোট হয়নি।
  • বিজেপি মানুষকে কথা দিয়ে কথা রাখেনা।মতুয়াদের উন্নয়নের কথা বললেও কাজ করেনি।মতুয়াদের প্রকৃত উন্নয়ন করেছে তৃণমূল কংগ্রেস।তাই রাণাঘাট লোকসভায় তৃণমূলের জয়ী করার আবেদন জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
  • লোকসভা ভোটের আগে বিজেপি বিরোধীদের কন্ঠরোধ করছে।বিরোধী নেতাদের জেলে ভরা হচ্ছে।তাঁকেও যদি জেলে ভরা হয়,তবুও লড়াই যে থামবে না তা আরও একবার স্পষ্ট করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
  • শান্তিপুরের সভায় বিজেপিকে একহাত নেন মুখ্যমন্ত্রী।পাশে দাঁড়ান মহুয়া মৈত্রের।বলেন,মহুয়াকে  ইচ্ছাকৃতভাবে বিজেপি সংসদ থেকে বহিষ্কার করেছে।মানুষের ভোটে আবার জিতে আসবেন মহুয়া মৈত্র।
  • বাংলার বকেয়া আদায়ে অনড় মমতা বন্দ্যোপাধ্যায়।২ফেব্রুয়ারি থেকে আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্নায় বসবেন তিনি।ধর্নায় বঞ্চিতদের যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।আগামীর লড়াইয়ের mamaনিয়েও শান্তিপুরের সভা থেকে বার্তা দেন তিনি।

Related Articles