রাজনীতি

কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার,বকেয়া টাকা মেটানোর সময় সীমা বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী 

The Chief Minister fixed the time limit for clearing the dues

The Truth of Bengal: বাংলার বকেয়া টাকা নিয়ে এবার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সাত দিনের মধ্যে যদি কেন্দ্র রাজ্যের বকেয়া অর্থ না মেটায় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে যাবে তৃণমূল কংগ্রেস। শুক্রবার রাজভবনের অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়, মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, আগামী সাত দিনের মধ্যে কেন্দ্র টাকা না দিলে বৃহত্তর আন্দোলনে নামবে তিনি।

প্রতিবছরের মতন এবছরও রাজভবনে বিশিষ্ট ব্যক্তিদের প্রজাতন্ত্র দিবসের চা চক্র সেরে শুভেচ্ছা জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ রাজ্যে প্রশাসনের পদস্থ আধিকারিকরাও।

প্রসঙ্গত , বকেয়া আদায় নিয়ে ইতিমধ্যেই দিল্লিতে সাংসদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই এই নিয়ে রাজ্যের সঙ্গে কেন্দ্রের বৈঠক হয়ে গিয়েছে দিল্লিতে। সেক্ষেত্রে সূত্রের খবর, রাজ্যের থেকে যে যে ব্যাখ্যা চাওয়া হয়েছিল, তাও ইতিমধ্যেই কেন্দ্রকে জানানো হয়ে গিয়েছে।

কিন্তু এখনও পর্যন্ত কেন্দ্রের তরফে বকেয়া টাকা ছাড়া হয়নি বাংলার জন্য। এরপর শুক্রবার রাজভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এরপর কেন্দ্রীয় প্রকল্পের টাকা না দেওয়া হলে বৃহত্তর আন্দোলন হবে। মুখ্যমন্ত্রী আরো জানান , ৭ হাজার কোটি টাকা প্রায় এখনও পাওনা আছে। যাঁরা কাজ করেছেন, দীন-দরিদ্র, গরীবমানুষেরা, তাঁদের টাকা আজও পাওয়া যায়নি। কেন্দ্রীয় মন্ত্রী বাংলার শাসক দলের বিধায়ক, মন্ত্রী, সাংসদদের সঙ্গে দেখা করেননি বলেও ক্ষোভ প্রকাশ করেন।

Related Articles