১২০ কিলোমিটার বেগে ছুটবে লোকাল ট্রেন, সফলভাবে ট্রায়াল রান সম্পন্ন হল বুধবার
Speed of the train

The Truth of Bengal: শেওড়াফুলি আরামবাগ শাখায় ট্রেনের গতিবেগ ঘন্টায় ৮০ কিলোমিটার।১৫ টি স্টেশন পারি দিতে সময় লাগে প্রায় ১ ঘণ্টা ৩০ মিনিট। এবার যাত্রীদের সুবিধার্থে সেই ট্রেন ছুটবে ১২০ কিলোমিটার বেগে। যাত্রী ছাড়াই তার সফলভাবে ট্রায়াল রান সম্পন্ন হলো বুধবার।
তারকেশ্বর মাত্র ২৭ মিনিটে ৩৪ কিলোমিটার পারি দেয় পরীক্ষামূলক ট্রেনটি। রেল সূত্রে খবর, ট্রেনের সর্বাধিক গতিবেগ ছিল ১২৫ কিলোমিটার , এবং গড় গতিবেগ ছিল ঘন্টায় ১১০ কিলোমিটার। যদিও আজকে ট্রায়াল রানে কোনরকম অসুবিধা হয়নি বলে জানা যায়। শেওড়াফুলি স্টেশন ম্যানেজার রাম আধার প্রসাদ বলেন,ট্রেনের গতি বাড়লে যাত্রীদের সুবিধা হবে।
অনেক কম সময়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারবেন যাত্রীরা।বর্তমানে আশি কিমি বেগে ট্রেন চলে সেই গতি ১২০ কিমি হতে পারে।সেই পরীক্ষাই করা হয় আজ।পরীক্ষা সফল হয়েছে।এরপর কবে থেকে এই গতিতে ট্রেন ছুটবে তা রেলের প্রশাসনিক আধিকারীকরা ঠিক করবেন।