ভারত-পাকিস্তানের সম্পর্ক বেশ উত্তপ্ত, এবার দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে মন্তব্য পিসিবির
PCB comments on India-Pakistan bilateral series

The Truth Of Bengal : ভারত পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। সেই ম্যাচের জন্য হাপিত্যেশ করে বসে আছেন দেশবাসী। ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ শেষ কবে খেলেছে তা মনে পড়ে না অনেকের। ১০ বছরেরও বেশি হয়ে গিয়েছে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে দু-দল্ই। দুদেশের মধ্যে সম্পর্ক এতটা তিক্ততার জায়গায় রয়েছে যে তার প্রভাব পড়েছে ম্যাচে। সম্ভব হয় না মুখোমুখি হওয়ার। দুই দলই ICC টুর্নামেন্ট ও এশিয়া কাপের মধ্যে আটকে রয়েছে।
অথচ দুদেশেরই দেশবাসীরা চায় ম্যাচ দেখতে। তা আর হয়ে ওঠে না । এবার ভারত পাকিস্তান সিরিজ নিয়ে মুখ খুলল PCB। ক্রিকেটের স্বার্থে , ক্রিকেটের উন্নতিতে আরো বেশি বেশি ম্যাচ খেলা উচিত বলেই মত বিশেষজ্ঞ মহলের। এ বিষয়ে এবার PCB চেয়ারম্যান জাকা আশরাফ মন্তব্য করলেন। তিনি বললেন, দু দেশই দ্বিপাক্ষিক সিরিজের জন্য তৈরি। শুধু দরকার দু দশের সরকারের তরফ থেকে সবুজ সংকেত। দু দেশের বোর্ড অর্থাৎ পিসিবি ও বিসিসিআই তৈরি রয়েছে। এ বিষয়ে বোর্ডের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এর আগে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছিলেন ভারত তখনই পাকিস্তানের সঙ্গে খেলবে যখন পাকিস্তান সীমান্তে হামলা বন্ধ করবে।
উল্লেখ্য, পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি এতটাই উত্তপ্ত থাকে সব সময় যে পাকিস্তানে গিয়েও খেলতে নারাজ ভারতীয় টিম । এর আগে একাধিকবার ভেন্যু নিয়েও সমস্যা হয়েছে। সেক্ষেত্রে নিরপেক্ষ ভেন্যুতে অনেকসময় খেলার আয়োজন করা হয় । ২০২৫ এ পাকিস্তান চ্যাম্পিয়ন ট্রফির আয়োজক । সে সময় ভারত কী করে এখন সেটাই দেখার বিষয়।
FREE ACCESS