দেশ
Trending

‘ইনসাফ’ পেলেন বিলকিস বানো, ১১ ধর্ষকের মুক্তি রদ সুপ্রিম কোর্টের

Verdict on Bilkis Bano Case by Supreme Court

The Truth Of Bengal: বিলকিস মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। ১১ জন দোষীর মুক্তি আটকে দিল সুপ্রিম কোর্ট। ২০২২ সালে অভিযুক্ত ১১ জনকে বেকসুর মুক্তি দিয়েছিল গুজরাট সরকার। গুজরাট সরকারের সিদ্ধান্ত বাতিল সুপ্রিম কোর্টের। দোষী সাব্যস্ত ১১ জনকে ফের ফিরতে হবে জেলে। দেশের শীর্ষ আদালত সাফ জানিয়ে দিয়েছে, মেয়াদ শেষ হওয়ার আগে অভিযুক্তদের মুক্তি দেওয়ার আইনি এক্তিয়ারই নেই গুজরাট সরকারের। প্রকারান্তরে গুজরাট সরকারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে।

উল্লেখ্য, ২০০২ সালে গোধরা হিংসার সময়ে বিলকিস বানোকে গণধর্ষণের পাশাপাশি ও তাঁর পরিবারের সদস্যদের নির্মম ভাবে খুন করা হয়েছিল। মামলার তদন্ত শুরু করে সিবিআই। সেই মামলায় ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। কিন্তু, গুজরাট সরকার ওই অভিযুক্তদের মুক্তি দিতে উঠে পড়ে লাগে। এরপর ২০২২ সালের ১৫ আগস্ট গুজরাট সরকারের নির্দেশ ধর্ষকদের মুক্তি দেওয়া হয়। জেল থেকে বেরিয়ে আসার সময় ধর্ষকদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেওয়া হয়। ধর্ষকরা মুক্তি পেতেই দেশজুড়ে প্রতিবাদ শুরু হয়। একাধিক মামলা দায়ের হয় গুজরাট সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে। অবশেষে সেই মামলায় গুজরাট সরকারের নির্দেশ বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। ওই ধর্ষকদের আবার ফিরে যেতে হবে জেলে।

ধর্ষকরা মুক্তি পেতেই নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কিত হয়ে পড়েছিলেন বিলকিস বানো। ভয়ে এলাকা ছেড়ে অন্য জায়গায় থাকতে শুরু করেন। এরপর তিনি বিচার পাওয়ার আশায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। শীর্ষ আদালতের কাছে রিভিউ পিটিশন দায়ের করেন তিনি। আবেদনে জানান, ধর্ষকদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত আবার বিবেচনা করে দেখার জন্য। এছাড়াও সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য একাধিক আবেদন জমা পড়ে শীর্ষ আদালতে। মামলা করেন তৎকালীন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও।

সেই মামলায় সোমবার রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট। নির্দেশে সাফ জানিয়ে দেয়, ধর্ষকদের সাজা মকুব করার কোনও আইনি এক্তিয়ার নেই গুজরাট সরকারের। এছাড়াও গুজরাট সরকারের বিরুদ্ধে তথ্য গোপন করার অভিযোগ এনেছে সুপ্রিম কোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যেই আত্মসমর্পণ করতে হবে ধর্ষকদের। ফিরে যেতে হবে জেলে।

Free Access

Related Articles