
The Truth of Bengal: বীরভূমের তাঁতশিল্পী ও কাপড় ব্যবসায়ীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা পেয়ে আনন্দিত। গতকাল মুখ্যমন্ত্রীর টুইটার পোস্টে জানানো হয়, রাজ্যের চারটি জেলার তিনটি শাড়ির উপর জিআই রেজিস্টার ট্যাগ লাগানো হয়েছে। এগুলো হল নদিয়ার টাঙ্গাইল, পূর্ব বর্ধমানের করিয়াল ও বীরভূমের গরদ শাড়ি।
মুখ্যমন্ত্রীর এই শুভেচ্ছা শুনে বীরভূমের তাঁতশিল্পীরা বলেন, এই ট্যাগ লাগলে আমাদের শাড়ি বিশ্বের দরবারে আরও বেশি পরিচিতি পাবে। আমাদের শিল্পের ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় এই ট্যাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বীরভূমের কাপড় ব্যবসায়ীরা বলেন, এই ট্যাগ লাগলে আমাদের শাড়ির দাম বাড়বে। এছাড়াও, বিদেশে শাড়ি রপ্তানি করা সহজ হবে। বীরভূমের তাঁতশিল্পী ও কাপড় ব্যবসায়ীরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি আমাদের শিল্পের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।