Uncategorizedআন্তর্জাতিক
Trending

ইরানের স্মরণসভায় ভয়াবহ বিস্ফোরণ, সরকারের তথ্যে মৃতের সংখ্যায় গরমিল  

Deadly explosions at Iran memorial, government data inconsistencies in death toll

The Truth Of Bengal: স্মরণসভায় ভয়াবহ বিস্ফোরণ। বুধবার জেনারেল কাসেম সোলেইমানির মৃত্যুর বার্ষিকী স্মরণ শিবিরের জমায়েতে জোড়া বিস্ফোরণ ঘটে। ইরান সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, নিহত মানুষের সংখ্যা ১০৩। পরে দেশটির স্বাস্থ্যমন্ত্রী বাহরাম আয়নোল্লাহি জানান, নিহত হয়েছেন ৯৫ জন। তিনি বলেন, কয়েকজনের নাম ‘ভুলবশত’ দুবার লেখা হওয়ায় সংখ্যা বেড়ে গিয়েছিল।

ভয়াবহ বিস্ফোরণ ইরানে। বুধবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের প্রাক্তন প্রধান কাশেম সোলাইমানির সমাধিস্থলের কাছে জোড়া বিস্ফোরণ হয়। ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর কেরমানে জোড়া বিস্ফোরণের ঘটনায় নিহত মানুষের সংখ্যা পর্যালোচনা করা হয়। দেশটির সরকার জানিয়েছে, বিস্ফোরণে অন্তত ৯৫ জনের প্রাণ গেছে। এর আগে দেশটির সরকার জানিয়েছিল, নিহত মানুষের সংখ্যা ১০৩।

একটি প্রতিবেদনে বলা হয়েছে, বুধবারের জোড়া হামলার পেছনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে দাবি করেছে ইরান। কাশেম সোলাইমানির চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে শত শত মানুষ হেঁটে তাঁর সমাধিস্থলের দিকে যাচ্ছিল। আরেকটি বিস্ফোরণ হয় কেরমানে অবস্থিত সাহেব আল-জামান মসজিদে জমায়েত মানুষের ওপর। একটি ভিডিওতে দেখা যায়, সড়কে বহু মানুষের ঢল। বিস্ফোড়নে হতাহত ব্যক্তিদের উদ্ধারে অ্যাম্বুলেন্স ছুটেছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলী খামেনি জোড়া বিস্ফোরণের ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এর ‘কড়া জবাব’ দেওয়া হবে। তবে বিস্ফোরণের পর এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। গত ৪২ বছরের মধ্যে ইরানে এটাকে সবচেয়ে প্রাণঘাতী হামলা বলা হচ্ছে।

জোড়া বিস্ফোরণের পর ইরান সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, নিহত মানুষের সংখ্যা ১০৩। পরে দেশটির স্বাস্থ্যমন্ত্রী বাহরাম আয়নোল্লাহি জানান, নিহত হয়েছেন ৯৫ জন। তিনি বলেন, কয়েকজনের নাম ‘ভুলবশত’ দুবার লেখা হওয়ায় সংখ্যা বেড়ে গিয়েছিল। আয়াতুল্লা আলী খামেনির পর দেশটির ‘সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি’ মনে করা হতো কাশেম সোলাইমানিকে। ২০২০ সালে ইরাকে মার্কিন ড্রোন হামলায় সোলাইমানিকে হত্যা করা হয়। অভিযোগ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দিকে।

Free Access

Related Articles