অফবিট

নিজের উচ্চতার জন্য কটাক্ষের শিকার হতে হয়েছিল সমাজের কাছে, আরতি ডোগরা আজ IAS হয়ে অনুপ্রেরণা সবার

 

রাজস্থানের আজমিরের জেলাশাসক আরতি ডোগরা। কিন্তু তার উচ্চতা মাত্র ৩ ফুট ২ ইঞ্চি। এই ছোটখাটো শরীরের অধিকারী আরতি ডোগরা তার মেধা এবং দক্ষতার মাধ্যমে প্রমাণ করেছেন যে, উচ্চতা কোনো বাধা নয়।

আরতি ডোগরার জন্ম ১৯৯২ সালে। তার বাবা সেনাবাহিনীর কর্নেল এবং মা ছিলেন স্কুলের প্রধানশিক্ষিকা। ছোটবেলা থেকেই আরতির শারীরিক বৃদ্ধির সমস্যা ছিল। চিকিৎসকরা বলেছিলেন যে, বাকি পাঁচ ভাইবোনের মতো আরতির বৃদ্ধি হবে না। তার উচ্চতা ৩ ফুট ২ ইঞ্চিতেই থেমে যাবে।

কিন্তু আরতি ডোগরা এই প্রতিকূলতা মেনে নেননি। তিনি পড়াশোনায় মনোনিবেশ করেন। ২০১৬ সালে তিনি আইএএস অফিসার হন।

আইএএস অফিসার হওয়ার পরও আরতি ডোগরাকে অনেক বাধা-বিপত্তি মোকাবেলা করতে হয়েছে। অনেকেই তার উচ্চতার কারণে তাকে হেয় করেছিলেন। কিন্তু আরতি ডোগরা তাদেরকে থামিয়ে দিয়েছেন তার মেধা এবং দক্ষতার মাধ্যমে।আরতি ডোগরা রাজস্থানের যোধপুর, বিকানীর এবং আজমিরের মতো জায়গায় জেলাশাসক হিসেবে কাজ করেছেন। তিনি একজন দক্ষ এবং জনপ্রিয় প্রশাসক হিসেবে পরিচিত। ২০১৯ সালের জাতীয় ভোটার দিবসে আরতি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে পুরস্কার পান।

Related Articles